বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৭ই সেপ্টেম্বর এক অনন্য মাইলফলক ছুঁতে মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন টেন্ডুলকার, মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির (Virat Kohli) পর তিনিও এমন স্থায়ী ভারতীয় অধিনায়ক হবেন যিনি ভারতের জার্সিতে ২৫০টি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের এশিয়া কাপ (2023 Asia Cup) জিতে বিশেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন হিটম্যান।
তবে এই ম্যাচে একটি অঘোষিত লড়াই চলবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে। সেটা হল এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে কে বেশি রান করে সেই লড়াই। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই নিজেদের ছন্দ ফিরে পেয়েছেন এই বছরে। ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনেই কেবল শুভমান গিলের থেকে পিছিয়ে রয়েছেন। তবে তরুণ ভারতীয় ওপেনার ২ অভিজ্ঞ তারকাদের চেয়ে এই বছর কিছু বেশি ম্যাচ খেলেছেন।
২০২৩ সালে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক:
◆ শুভমান গিল (১৫৫৯)
◆ রোহিত শর্মা (১১১৭)
◆ বিরাট কোহলি (১১১৩)
এশিয়া কাপের ফাইনালে রোহিত শর্মা কেমন দল না মানলে বলেন তা নিয়ে জল্পনা চলছে। অক্ষর প্যাটেলকে ফাইনালে পাওয়া যাবে না। তার বদলে শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডার, নাকি মহম্মদ শামির মতো জেনুইন পেসার খেলাবেন রোহিত, সেই নিয়ে জল্পনা চলছে। আর যদি দলে একজন অতিরিক্ত স্পিনারের প্রয়োজন পড়ে তাহলে তিলক ভার্মাকে একজন অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে পারে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিলক দেখিয়েছেন যে প্রয়োজনে তিনি কয়েক ওভার হাত ঘুরিয়ে দিতে পারবেন।
আরও পড়ুন: পাত্তা পাচ্ছেন না কোহলি, রোহিত! বিশ্বকাপের আগে BCCI-এর প্রধান ভরসা এই তারকা
ব্যাটিংয়ের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন নেই পরিবর্তনের। শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে যে ব্যাটিং অর্ডার ব্যবহার করা হয়েছিল তেমনটাই থাকবে ফাইনালেও। তিলক ভার্মা যদি যুক্ত হন তাহলে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। এই মুহূর্তে যাদেরটা খুব একটা ভালো ছন্দে নেই। তিলক থাকলে ব্যাটিং নিয়ে কিছুক্ষণ নিশ্চিন্ত হতে পারবেন রোহিত। যদিও নিজের প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি এই তরুণ ক্রিকেটার।
আরও পড়ুন: ভারতীয় দল ও BCCI-কে অন্যায় সুবিধা দিচ্ছে ICC! ফাইনালের আগে বিস্ফোরক বিশ্বজয়ী শ্রীলঙ্কান অধিনায়ক
এশিয়া কাপ ফাইনালের জন্য সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা/শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ