স্পেন সফরে বড় চমক মমতার! ২০২৪ সালের নির্বাচনের আগেই বাংলার মুখ্যমন্ত্রী থেকে হলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় ৫ বছর পর বিদেশ সফরে পাড়ি জমিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সঙ্গে বেশ বড় একটি প্রতিনিধিদল সঙ্গে করে রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন (Spain) সফরে তৃণমূল সুপ্রিমো। বর্তমানে স্পেনে দ্রুতগতিতে একের পর এক পরিকল্পিত বৈঠক সেরে নিচ্ছেন তিনি।

সূত্রের খবর, স্পেনে একের পর এক বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে তিনি বৈঠকে বসছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। ডিসেম্বর মাসের দিকেই নাকি উৎপাদনও শুরু হয়ে যাবে, এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

   

spain sourav mamata

কিন্তু এইসবের মাঝেই একটা বড়সড়ো চমক দেখা গেল। স্পেনে গিয়ে শুরুতেই লা লিগা অর্থাৎ স্প্যানিশ ফুটবল লিগের সভাপতির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মাটিতে ফুটবলের উন্নতির জন্য একটি অ্যকাডেমী গড়ার ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন লীগের সভাপতি হাভিয়ার তেবাস। কিন্তু তিনি নিজের টুইটে যে দাবি করেছেন তা দেখে চক্ষু ছানাবড়া সকলের।

আরও পড়ুন: স্পেন সফরে গিয়ে বড় চমক, এবার লা লিগায় মমতা! উপস্থিত থাকবেন সৌরভও

ওই টুইটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছেন লা লিগা সভাপতি। তবে ভারতের নয় তাকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছেন তিনি। নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন, “এই সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ভারতের ওই প্রান্তে ফুটবলের জনপ্রিয়তা অত্যন্ত বেশি। আমরা একসাথে ওই প্রদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করবো।”

আরও পড়ুন: মাদ্রিদের শিল্প সম্মেলনে মমতার পাশ থেকে চমক দিলেন সৌরভ! এই জেলায় তৈরি করবেন ইস্পাত কারখানা

তাকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করা লা লিগা সভাপতির এই টুইটি রিটুইট করেছেন মমতা নিজে। খুব সম্ভবত অনিচ্ছাকৃত করা এই ভুলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মমতা ব্যানার্জির ভক্তরা বিষয়টিকে ভবিষ্যতের ইঙ্গিত বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন। আবার অনেক নিন্দুকরা বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার হওয়া হবে না তাই একটু একটি সংশোধিত করার চেষ্টা না করে রিটুইট করেই আনন্দ নিচ্ছেন।’

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর