বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) এশিয়া কাপ (2023 Asia Cup) ফাইনাল খেলতে নামার আগে রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় দলের (Indian Cricket Team) দুই ওপেনার লিফটের বাইরে দাঁড়িয়ে কিছু কথা বলছেন। আর তাদের কথাবার্তা যেটুকু অংশ কানে শোনা গিয়েছে সেই নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
চলতি এশিয়া কাপে দুজনেই মোটামুটি ভালো ছন্দে রয়েছেন। নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে তাদের মধ্যে বড় রানের পার্টনারশিপ হয়েছিল। রোহিত শর্মা নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে অর্ধশতরান করেছেন। সুমন কেল নেপাল ও পাকিস্তান ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বাংলাদেশ ম্যাচে অসাধারণ একটি শতরান করেছিলেন।
আজ এশিয়া কাপ ফাইনালেও তাদের দুজনের জুটির ওপর নির্ভর করবে ভারতীয় দলের ব্যাটিং কেমন এগোবে। বিশ্বকাপের আগে দুজনে মোটামুটি ভালোই ছন্দে রয়েছেন এবং এটা ভারতের জন্য একটা সুখবর। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দুজনের মধ্যে কোন ছোট একটি বিষয় নিয়ে তর্কাতর্কি হতে দেখা যায়। কিছু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
আরও পড়ুন: পাত্তা পাচ্ছেন না কোহলি, রোহিত! বিশ্বকাপের আগে BCCI-এর প্রধান ভরসা এই তারকা
ভাইরাল ভিডিওতে কোনও বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পরে, রোহিতকে বলতে শোনা যায়, “নাহি অ্যাসে নহি হোগা, পাগল হ্যায় কেয়া” অর্থাৎ ‘না, এমনটি হবে না। তুই কি পাগল!’। ভারত অধিনায়কের শুভমান গিলের কোন কথার পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া দিয়েছেন তা যদিও বোঝা যায়নি। তবে সমর্থকরা আশা করবেন যে এই আলোচনার কোনওরকম নেতিবাচক প্রভাব মাঠে তাদের ওপেনিং জুটির ওপর পড়বে না।
Rohit Sharma to Shubman Gill – “I can’t do it, are you crazy?!”.
What would Gill have asked? 👀pic.twitter.com/mdiTqJBFzL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 16, 2023
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে চমকে দিতে বড় ফাঁদ পাতলেন রোহিত! ভারতীয় দলে থাকছে দুটি বড় চমক
চলতি বছরে শুভমান গিল এবং রোহিত শর্মা হলেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫৫৯ রান করে ভারতীয়দের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন তরুণ গিল। অপরদিকে রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন এবং তার রানসংখ্যা ১১১৭। বিশ্বকাপের তারা ভারতের জার্সিতে সেরা সঙ্গে থাকুক এমনটাই চাইবেন ভারতীয় সমর্থকরা।