বাংলা হান্ট ডেস্ক : বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) আগে বাজার অগ্নিমূল্য হয়ে ওঠেছে। আর তাতেই মাথায় হাত আমজনতার। রেকর্ড দামে বিকোচ্ছে মুরগির মাংস (Chicken)। ইলিশ মাছ (Ilish Mach) তো আপাতত সাধারণের ধরাছোঁয়ার বাইরে আর এসবের সাথে সবজি খেতে চাইলে পকেটের অবস্থা হয় ভাঁড়ে মা ভবানী। অগ্নিমূল্য বাজারে ত্রাহি ত্রাহি রব আম জনতার।
সোমবার বিশ্বকর্মা পুজো। তার আগে বাজারে চিকেনের দাম পৌঁছেছে 250 টাকা প্রতি কিলো। শহরতলীতেই 220 থেকে 230 টাকা কেজি দরে দাম রয়েছে মুরগির মাংসের। গোটা মুরগির দাম পড়ছে 150 থেকে 155 টাকা প্রতি কিলো। দেশী মুরগির দাম পড়বে কিলো প্রতি 480 টাকার আশেপাশে। মাটনের দাম চড়েছে 800 টাকায়।
মাছের বাজারও কম যায়না। পমফ্রেট বিক্রি হচ্ছে 350- 400 টাকা কেজি, একই দাম রয়েছে পাবদার। রুই মাছ 210 থেকে 220 টাকা এবং কাতলা 350 থেকে 400। ইলিশের দাম তো ধর্তব্যের মধ্যে আনাই যাবেনা। বিভিন্ন সাইজের ইলিশের দাম আকাশ ছুঁয়েছে।
ইলিশ মাছের দাম নিম্নরূপ :
500 থেকে 600 গ্রামের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে 700 থেকে 800 টাকা প্রতি কিলো দরে। এদিকে 700 গ্রাম থেকে 1 কেজির নিচের সাইজের দাম প্রায় 1000 টাকা প্রতি কিলো। আর 1 কেজি বা তার বড় সাইজের ইলিশ নিতে গেলে আপনাকে খসাতে হবে প্রায় 1200 থেকে 1500 টাকার আশেপাশে।
নীচে সবজির দাম দেখে নিন (সমস্ত দাম কিলোর হিসেবে)
আলু: 20 থেকে 22 টাকা
চন্দ্রমুখী আলু: 26 থেকে 28 টাকা
বেগুন, ঝিঙে, পটল: 40 টাকা
টমেটো: 40 থেকে 50 টাকা।
উচ্ছে: 50 টাকা
ঢ্যাঁড়শ: 40 টাকা
কাঁচালঙ্কা: 100 টাকা
কুমড়ো: 30 টাকা
পেঁপে: 20 টাকা
কুঁদরি: 20- 25 টাকা