বাংলা হান্ট ডেস্ক: লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। এই বিলের পক্ষে ভোট পড়েছে ৪৫৪টি ভোট, বিপক্ষে পড়েছে দুটি ভোট। উল্লেখ্য, কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল এই বিলকে সমর্থন জানিয়েছে। তবে রাহুল গান্ধী এই বিলের ত্রুটিগুলিও তুলে ধরেছিলেন। ওবিসি সংরক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার তিনি বলেন, ‘যাঁরা দেশ চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের সচিব, তাঁদের মধ্যে মাত্র তিনজন ওবিসি। এই বিলে ওবিসি মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা থাকা উচিত, কারণ এটি ছাড়া এই বিল অসম্পূর্ণ।’
আর এই নিয়ে এবার পাল্টা দিলেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘দেশ সরকার চালায়, সচিব নন। বিজেপির ৮৫ জন সাংসদ অনগ্রসর শ্রেণির। ২৯ জন মন্ত্রী রয়েছেন ওবিসি। বিজেপি থেকে মোট ১৩৫৮ জন সাংসদ হয়েছেন, তাঁদের মধ্যে ২৭ শতাংশ অর্থাৎ ৩৬৫ জন ওবিসি সম্প্রদায়ের। প্রধান পরিষদের ৪০ শতাংশ অনগ্রসর শ্রেণিভুক্ত। আপনার দল কোনও ওবিসি-কে প্রধানমন্ত্রী করেনি, কিন্তু বিজেপি করেছে।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজেই ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত।
এদিন এই বিলকে যুগ পরিবর্তনকারী বলেও বর্ণনা করেছেন অমিত শাহ। তিনি বলেন, ‘এই বিলটি বিরোধী দলগুলির জন্য একটি রাজনৈতিক ইস্যু হতে পারে, তবে আমাদের জন্য এটি কোনও রাজনৈতিক বিষয় নয়। এটা আমাদের জন্য স্বীকৃতির প্রশ্ন।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার কথা উল্লেখ করে অমিত শাহ বিরোধীদের তীব্র নিশানা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় নারী এবং কন্যাদের যত্ন নিয়েছেন।’
উল্লেখ্য, এই বিল আইনে পরিণত হলে বিধানসভা এবং লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তপশিলি জাতি বা উপজাতিদের জন্য বরাদ্দ থাকবে এক-তৃতীয়াংশ আসন।