‘এক্কা দোক্কা’ শেষ হতে না হতেই নতুন সিরিয়ালে সোনামণি! মুখ খুললেন অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হল সোনামণি সাহা‌ (Sonamoni Saha)। কেরিয়ারের শুরুতেই ‘দেবী চৌধুরানী’, ‘মোহর’র মত হিট সিরিয়াল উপহার দিয়েছেন তিনি। অথচ সেই নায়িকার সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ফ্লপ। মাত্র ১৪ মাসের মুখেই বন্ধ হচ্ছে সিরিয়ালের ঝাঁপি। গল্পের টিআরপি ফেরাতে মাঝে ‘রাধিরাজ’ জুটিকে সরিয়ে আনা হয় ‘সোনাতিক’ ম্যাজিক। তবে তাতেও শেষরক্ষা হলনা।

সূত্রের খবর, আগামী সোমবার রাত ৯ টা থেকে ‘এক্কা দোক্কা’র জায়গা নেবে অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালোবাসা’। স্টার জলসার এই গল্পটিও লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। এতে করে একদিকে অপরাজিতার ভক্তরা যেমন খুশিতে ডগমগ অন্যদিকে সোনামণির ভক্তদের মুখ ভার। তারমধ্যেই আচমকা রটে যায়, শীঘ্রই জলসার আসন্ন মেগায় ফিরছেন সোনামণি।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্যানপেজ থেকে জানানো হয়েছে যে, সুব্রত রায় প্রোডাকশনের একটি পুরাণভিত্তিক বা ইতিহাস নির্ভর সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। সত্যিই কি সোনামণি ফিরছেন? এই প্রসঙ্গে অভিনেত্রী নিজে কী বলছেন? খোঁজ নিতে গিয়ে সোনামণি বললেন, ‘আপনাদের মতো আমিও ফেসবুকেই দেখেছি এই খবর। আমি নিজেই কিছু জানি না! বলতে পারব না কোথা থেকে এই নিয়ে খবর হয়ে গেল।’

আরও পড়ুন : বাজার শেষ নন্দিনী দিদির, জলের দরে খাবারের হোটেল খুলল দুই বোন! স্বাদেও দেবে টেক্কা

এইদিন অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমার টেলিভিশনে একটানা পরপর কয়েকটা প্রোজেক্ট হয়ে গেল, গায়ে গায়েই বলা যায়। এখন চ্যানেল একটু ব্রেক দিয়েছে, আমিও একটু বিরতি চাই।’ অর্থাৎ এমন কোনও কথা হয়ে থাকলেও এখনই সবকিছু খোলসা করতে চাইছেননা তিনি। তবে কি ওটিটি প্লাটফর্ম বা বড়পর্দায় ফিরছেন তিনি?

আরও পড়ুন : সোনামণি হোক কী তৃণা, তলানিতে TRP! কমছে হিট নায়িকাদের জনপ্রিয়তা, কারণ কী?

sonamoni saha (1)

এই প্রসঙ্গে অভিনেত্রী সাফ জানান, ‘দেখা যাক, কথাবার্তা চলছে বেশকিছু ওটিটি প্রোজেক্টের, ফিল্ম নিয়েও কথাবার্তা চলছে। তবে কিছু চূড়ান্ত হয়নি। হলে সবাই জানতে পারবে’। প্রসঙ্গত উল্লেখ্য, সিরিয়ালের শ্যুটিং শেষ হলেও সোনামণি এখন বেজায় ব্যস্ত। খুব সম্ভবত মহিষাসুরমর্দিনী সংক্রান্ত কোনও প্রোজেক্টের সাথে যুক্ত রয়েছেন তিনি। কিছুদিন আগেই তার ইনস্টা ওয়ালে দেখা গেছিল সোনামণির পুজো স্পেশ্যাল শ্যুটের ঝলক।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর