চীনে এশিয়ান গেমস চলাকালীন ভারতীয় ভক্তকে পতাকা ওড়ানোয় বাধা! তারপর কি হল দেখলে চমকাবেন…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে (2023 Asian Games) ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) শুরুটা ভালো হয়নি। অবশ্য তেমনটা হওয়ার কথা ছিল না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঠিক পরিকল্পনার অভাবে ম্যাচের আগের দিন অবধিও জানা যায়নি যে কারা মাঠে নামতে চলেছে। শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে চীনের বিরুদ্ধে দল নামালে যা হওয়ার কথা ঠিক তেমনটাই হয়েছিল। দ্বিতীয়ার্ধে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দেশের কাছে আত্মসমর্পণ করেছিলেন সুনীলরা। পাঁচ কল হজম করতে হয়েছিল ভারতীয় দলকে ওই ম্যাচে।

তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলা না হলেও জয় ফিরলো ভারতীয় দল। ম্যাচের ৮১ মিনিট নাগাদ সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হবে ভারতীয় দল এবং সেই ম্যাচে জিতলেই নকআউট পড়বে যাও আর নিশ্চিত হয়ে যাবে সুনীলদের।

তবে ভারতীয় দল যখন প্রথম ম্যাচে চীনের বিরুদ্ধে মাঠে নেমেছিল তখন স্টেডিয়ামে এমন একটি ঘটনা ঘটেছিল যা বেশ নজর কাড়ছে ফুটবল ভক্তদের। চীনের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে যাওয়ার পর প্রথমার্ধ শেষ হবার ঠিক আগে রাহুল কেপির দুর্দান্ত গোলে সমতায় ফিরেছিল ভারত। সেই সময় কিছু ভারতীয় ভক্ত অত্যন্ত আনন্দিত হয়ে ভারতীয় পতাকা আন্দোলিত করছিলেন।

আরও পড়ুন: ১ দিনে ২ বার বাংলাদেশকে হারালো ভারত! সুনীলের গোলে বেঁচে এশিয়ান গেমসের নক-আউট খেলার স্বপ্ন

কিন্তু এই সময় একটা ঘটনা ঘটে যা দেখে উত্তেজিত হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। খুশিতে ভারতীয় পতাকা ওড়াতে থাকা এক সমর্থককে স্টেডিয়ামে উপস্থিত এশিয়ান গেমসের সঙ্গে জড়িত চীনের এক স্বেচ্ছাসেবক থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাকে গোলের আনন্দ উদযাপন বন্ধ করতে বলে একটি জায়গায় স্থির হয়ে বসতে বলেন।

কিন্তু সেই স্বেচ্ছাসেবকের কথায় কোনওরকম পাত্তা না দিয়ে সেই ভারতীয় সমর্থক পতাকাটি ওড়াতেই থাকেন। ভিডিওটি দেখামাত্র তা প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ ভারত জিততে না পারলেও ভারতীয় সমর্থকরা যে স্টেডিয়াম উপস্থিত থেকে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছেন সেই ব্যাপারটি সন্তুষ্ট করেছে অনেককে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর