বাংলাহান্ট ডেস্ক : পুজোর মরশুমে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ইলিশ রপ্তানি হয় এ রাজ্যে। উৎসবের কথা মাথায় রেখে ফি বছর টন-টন ইলিশ বাংলাদেশ থেকে আসে এদেশে। প্রতি বছরের মতো এ বছরও প্রচুর পরিমাণ ইলিশ বাংলাদেশ (Bangladesh) থেকে ঢুকছে ভারতে (India)। কলকাতা ও তার পার্শ্ববর্তী বাজারগুলিতে দেখা মিলতে শুরু করেছে পদ্মার ইলিশের।
কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে মন খারাপ করে দেওয়া খবর। খুব শীঘ্রই ইলিশ রপ্তানি বন্ধ করতে পারে বাংলাদেশ। যদিও অনেকের ধারণা এর পিছনে রয়েছে সঙ্গত কারণ। এই মুহূর্তেই যাতে ইলিশ রপ্তানি বন্ধ না করা হয় সেই অনুরোধ জানিয়ে ফিস ইম্পোটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে।
আরোও পড়ুন : বরাত জোরে বেঁচে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! এই খুদে যেভাবে রক্ষা করল ….ধন্যি ধন্যি করছে সকলেই
কিন্তু কী কারনে বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ? বছরের নির্দিষ্ট কিছু সময় আছে যখন ইলিশ মাছ ডিম পাড়ে। বাংলাদেশ সরকার সেই সময়টাতে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে। সে দেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ সরকার আগামী ১২ই অক্টোবর থেকে ২২ দিনের জন্য বাংলাদেশে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানিও বন্ধ থাকবে এই সময়টাতে। বাংলাদেশ সরকার এ বছর ভারতে ৪০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে অনেকের ধারণা সরকারের এই নিষেধাজ্ঞায় এত পরিমান ইলিশ হয়ত ঢুকতে পারবে না ভারতে। পেট্রাপোল সীমান্ত দিয়ে ৪০ টন ইলিশ ঢুকেছে বৃহস্পতিবার। সেই ইলিশ ছড়িয়ে পড়ছে বাংলার বিভিন্ন বাজারে।