বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা ICC-র, জয়ী দল পাবে এত কোটি টাকা! ১টি ম্যাচ জিতলেই লাখপতি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হতে আর দুই সপ্তাহ মতো সময় বাকি। এই মুহূর্তে প্রত্যেকটি দেশি একে অপরের বিরুদ্ধে সিরিজ খেলে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় মাঠে নামার জন্য। ভারত খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিউজিল্যান্ড খেলছে বাংলাদেশের বিরুদ্ধে। ইংল্যান্ড প্রস্তুতির জন্য মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

এরপরেও ভারতের মাটিতেই সে প্রত্যেকটি দলই কিছু প্রস্তুতি ম্যাচ খেলে এই পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদিও কাজটা একেবারেই সহজ না কারণ ভারত বিশাল বড় দেশ এবং দেশের এক এক প্রান্তের আবহাওয়া এক এক রকম। তবে এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো আইসিসি।

বিশ্বকাপে দলগুলি মাঠে নামার আগে তারা কোন পর্যায়ে কত পুরস্কার মূল্য পাবে সেই বিষয়টা প্রকাশ্যে আনা হয়েছে। যে সকল দলগুলি শুধুমাত্র গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলে বিদায় নেবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। একনজরে দেখে নেওয়া যাক কোন পর্যায়ের সাফল্যের জন্য কোন পর্যায়ের পুরস্কার নির্ধারিত করেছে আইসিসি।

গ্রূপ পর্ব:
গ্রুপ পর্বে একটি ম্যাচ জিততে পারলেই সেই দল ওই নির্দিষ্ট একটি জয়ের জন্য ৩৩,১৭,০০০ টাকা পাবে। এই ঘোষণা ক্রিকেটের মঞ্চ তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া দেশগুলিকে ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে। এছাড়া গ্রুপ পর্ব থেকে যারা বিদায় নেবে তাদের ৮২,৯৪,০০০ টাকা দেওয়া হবে।

সেমিফাইনালিস্ট:
যে চারটি দল সেমিফাইনালে উঠবে তারা বিশাল লাভবান হবে ওই চারটি দলের মধ্যে থেকে যে দুই দল সেমিফাইনাল থেকে বিদায় নেবে তাদের প্রত্যেককে দেওয়া হবে ৬,৬৩,০০,০০০ টাকা। এতেই বোঝা যাচ্ছে যে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালস্তের কতটা গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন: ভারতীয় দল এই কারণে বিশ্বকাপ জিতবে না! সোজাসুজি BCCI-কে জানিয়ে দিলেন কাইফ

রানার্স আপ ও চ্যাম্পিয়ন:
বিশ্বকাপের ফাইনালে ওঠে যে পক্ষ হেরে যাবে অর্থাৎ রানার্স আপদের জন্য আরও বেশি টাকা বরাদ্দ থাকছে। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে হেরেও তারা হাতে পাবেন ১৬,৫৯,০০,০০০ টাকা। কিন্তু চ্যাম্পিয়নরা কত টাকা পাচ্ছে তা দেখলে সত্যিই আপনার মাথা ঘুরিয়ে যাবে। রানার্স আপরা যে আর্থিক মূল্যের পুরস্কার পাচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা পাবেন বিশ্ব বিজেতারা। ভারতীয় মুদ্রায় তাদের পুরস্কারের পরিমাণ ৩৩,১৮,০০,০০০ টাকা। এই ধরনের পুরস্কার মূল্য প্রকাশ্যে আসার পর দলগুলির যে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে এ সর্বোচ্চ সেরা পুরস্কার জেতার তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর