বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)! বাংলার মাটিতে দাঁড়িয়ে নামটা সকলেরই জানা। একাধিক মামলায় একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়ে কারও কারও কাছে তিনি উঠছেন ‘আইকন’, আবার অনেকের কাছে তিনি এক অপছন্দের নামও বটে। শুক্রবার, চলছে এক মামলার শুনানি, আর এরই মধ্যে হঠাৎ ভরা এজলাসে বিচারপতির মুখে উঠে এল ‘ভাইপো’ মন্তব্য। যা নিয়ে তুঙ্গে শোরগোল।
এদিন কোভিড ক্ষতিপূরণের একটি মামলায় বিচারপতি মুখেও উঠে এল ‘ভাইপো’ প্রসঙ্গ। প্রসঙ্গত, ২০২০ সালের ১ অগাস্ট কোভিড মহামারির সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক স্কুলের শিক্ষক বিভূতি কুমার সরকারের।
শিক্ষকের মৃত্যুর পর এত বছর কেটে গেলেও সরকারের তরফে চাকরি বা আর্থিক ক্ষতিপূরণ মেলেনি। এমনই অভিযোগ তাঁর স্ত্রীর। সম্প্রতি এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হন মৃত ওই শিক্ষকের স্ত্রী। এদিন সেই মামলার শুনানিতেই উঠে আসে ‘ভাইপো’ প্রসঙ্গ। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লাখ, কোভিড মৃত্যুতে কত?”
আরও পড়ুন: আর চাকরি যাবে না এই সকল প্রাথমিক শিক্ষকদের, বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য
বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ” কে একটা ভাইপো আছে, তার বাড়ি ৪ তলা। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা? চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লক্ষ দেওয়া হয়, আর কোভিডে মৃত্যুতে কত টাকা? আদৌ কি টাকা দেওয়া হয়?” প্রশ্ন তোলেন বিচারপতি।
শুধু তাই নয়, এই নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এদিন বিচারপতির করা এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চৰ্চা। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।