বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) নিয়ে বড় ঘোষণা। এবার সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রাজ্যের প্রতিটি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু অনুদান ঘোষণা করল পর্ষদ (WB secondary education)। ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুলকে এই সংক্রান্ত নোটিস পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দেওয়ার জন্য স্কুলগুলির জন্য পর্ষদ কর্তৃক এই অনুদান ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে অনুদান হিসেবে দেওয়া হবে। এই প্রথম মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থী পিছু অনুদান দিচ্ছে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদ তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছ, ২০২৪ সাল থেকে সরকারি স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থী মাথাপিছু ১০ টাকা করে দেওয়া হবে। প্রত্যেক স্কুলকে পরীক্ষার আগেই এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এই টাকা ওই স্কুলের অ্যাকাউন্টে জমা পড়বে। এই টাকা যাতে সকল স্কুল গুলো সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরিচালনার কাজে ব্যয় করে এমনটাই নির্দেশ পর্ষদের।
আরও পড়ুন: কাল থেকে আরও বাড়বে বৃষ্টি! উত্তর-দক্ষিণবঙ্গের এই সব জেলায় জারি হলুদ, কমলা সতর্কতা
এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘২০২২ সাল থেকে পরীক্ষাব্যবস্থা উন্নত করা হচ্ছে। বোর্ড প্রথম বার ২০২৪ সালে নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মাথা পিছু ১০ টাকা করে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে দেবে।’’
সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে স্কুলে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সব রকমের ব্যবস্থা প্রদান করতে মাথাপিছু ১০ টাকা করে এই বরাদ্দ ঘোষণা করেছে পর্ষদ। জানা যাচ্ছে স্কুল প্রতি এই অনুদানের জন্য চলতি বছরে মধ্যশিক্ষা পর্ষদের ১ কোটি টাকা খরচ হবে।