বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে এশিয়া কাপ (2023 Asia Cup) জিতে ভারতীয় দলের (Indian Cricket Team) আত্মবিশ্বাস তুঙ্গেই ছিল। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কয়েকজন প্রথম সারির তারকাকে ছাড়াও ভারতীয় দল যেমন পারফরম্যান্স করছে তা দেখে অনেকেই স্বস্তিতে। এশিয়া কাপের আগে ভারতীয় দল ওডিআই ফরম্যাটে একেবারেই ভালো ছন্দে ছিল না। বাংলাদেশের মাটিতে তারা সিরিজ হেরেছিল। এই অস্ট্রেলিয়ায় সকল তারকা সমৃদ্ধ হয়ে এসে বছরের শুরুর দিকে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে গিয়েছিল।
কিন্তু এশিয়া কাপে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছন্দে ফেরা, শুভমান গিলের নিজের পুরনো ছন্দ খুঁজে পাওয়া এবং এশিয়া কাপের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও মারকাটারি পারফরম্যান্স, মেটাল অর্ডারে লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার প্রত্যেকের আগুনে ব্যাটিং এখন বিশ্বকাপের আগে প্রত্যেকটি প্রতিপক্ষের আতঙ্ক বাড়াচ্ছে।
আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগান শুভমান গিল। রুতুরাজ দ্রুত আউট হলেও গিল (১০৪), শ্রেয়স আইয়ার (১০৫) ২০০ রানের একটি পার্টনারশিপ গড়েন। দুই তারকাই অসাধারণ দৃষ্টিনন্দন শর্ট খেলতে খেলতে নিজেদের শতরাং সম্পূর্ণ করেন আগ্রাসী ভঙ্গিতে। তারা ড্রেসিংরুমে ফেরার পর লোকেশ রাহুল (৫২) এবং সূর্যকুমার যাদব (৭২) প্রবল আগ্রাসী ব্যাটিং করে ভারতীয় দলকে পৌঁছে নেন ৩৯৯ রানের স্কোরে। জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পার মতো অস্ট্রেলিয়ার প্রথম সারির বোলাররা বাদ দিয়ে বাকিদেরকে ধ্বংস করে দেন ভারতীয় ব্যাটাররা।
এরপর বোলিং করতে নেমে প্রথমেই স্মিথ এবং শর্টকে ড্রেসিংরুমে ফিরিয়ে চাপ বাড়িয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। বৃষ্টি এসে ওভার সংখ্যা কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার কাজটা আরও কঠিন হয়ে পড়েছিল। ৩৩ ওভারে তাদের তুলতে হতো ২১৭ রান। কিন্তু পরপর ওয়ার্নার, লাবুশানে এবং ইংলিশকে ফিরিয়ে অশ্বিন (৩/৪১) অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। এরপর শন অ্যাবট (৫৪) এবং হ্যাজেলউড (২৩) একটা চেষ্টা করেছিলেন, কিন্তু লোয়ার অর্ডারকে রবীন্দ্র জাদেজা (৩/৪২) এবং মহম্মদ শামি (১/৩৯) ছেঁটে ফেলতে সাহায্য করেন। ৯৯ রানের ব্যবধানে জয় পায় ভারত। অসাধারণ ব্যাটিং করে ম্যাচের সেরা হন শ্রেয়স আইয়ার।