বাংলা হান্ট ডেস্ক: এবার ইডি-র বিরুদ্ধে মাঠে খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার অমিত শাহকে (Amit Shah) নালিশ করতে চলেছেন তিনি।
সোমবার সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ইডির যে সমস্ত তদন্তকারী অফিসাররা রয়েছেন, তাঁরা কেউই ২০১৪ সালের পর জন্মাননি। কিংবা ২০১৪ সালের পর চাকরিতেও যোগ দেননি। বিচারপতির এই পর্যবেক্ষণ আমরা কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাব।’
তিনি আরও বলেন, ‘আমরা আদালতের কাছে আবেদন করব যদি কোনও তদন্তকারী ইডি (ED) অফিসারের বিরুদ্ধে তাদের কোনও সন্দেহ হয় তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিক। কংগ্রেস (Congress) আমলের কোনও তদন্তকারী অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার চেষ্টা করতেই পারে। কিন্তু তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আমাদের সরকার কাউকে বাঁচানোর চেষ্টা করবে না। বিএসএফের (BSF) একজন অফিসারকেও গ্রেফতার হতে হয়েছে।’
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে ইডির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তির বিস্তারিত তথ্য আদালতকে জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সোমবার আদালত ইডিকে প্রশ্ন করে, ‘আপনারা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি বিমা (Insurance) আছে। আর কোনও সম্পত্তি নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই! তিনি সাংসদ অথচ তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) নেই? তাঁর বেতন কোন অ্যাকাউন্টে যায়?’ এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে, ‘হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে।’ পাল্টা বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘থাকলে তার উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস? আপনারাই তথ্য গোপন করছেন বলে মনে হচ্ছে!’