বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে ভ্রমণ পিপাসুদের জন্য বড় সুখবর দিল রেল (Indian Railways)। আর কিছুদিন পরই শুরু হবে উৎসবের মরশুম। এই সময়টাতে দার্জিলিংসহ গোটা উত্তরবঙ্গে ঢল নামে পর্যটকদের। ব্যাপক পরিমাণ চাহিদা থাকায় এই সময়টাতে অনেক পর্যটক ট্রেনের টিকিট পেতে অসুবিধার সম্মুখীন হন।
পর্যটকদের অসুবিধার কথা মাথায় রেখে এবার রেল সাপ্তাহিক ছুটি ও জাতীয় ছুটির দিনগুলিতে হাওড়া থেকে চালাবে স্পেশাল ট্রেন। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই ট্রেনটি চলাচল শুরু করবে আগামী ২৭শে সেপ্টেম্বর থেকে। পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আরোও পড়ুন : গরমে কাবু নাকি বৃষ্টিতে নাজেহাল ? কেমন থাকবে দুই বঙ্গের ওয়েদার? দেখুন, কী বলছে হাওয়া অফিস
পূর্ব রেল সুত্রে খবর, হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ৪০ মিনিটে ছাড়বে ০৩০৩১ হাওড়া – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস স্পেশাল। এই স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে সকাল ১০:৪৫ নাগাদ। এরপর ফিরতি পথে ০৩০৩২ নিউ জলপাইগুড়ি – হাওড়া এক্সপ্রেস স্পেশাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে বেলা ১২টা বেজে ২৫ মিনিটে।
একই দিনে এই ট্রেন হাওড়ায় এসে পৌঁছাবে রাত ১১টা বেজে ৩০ মিনিটে। রেলের পক্ষ থেকে জানা গেছে এই স্পেশাল ট্রেনে থাকবে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। যাওয়া-আসার পথে এই ট্রেনটি স্টপেজ দেবে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদহ টাউন স্টেশনে। এই ট্রেনের বুকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।