চলতে চলতে লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন! ফের বড়সড় রেল দুর্ঘটনা, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : এবার ট্র্যাক থেকে একটি ট্রেন হঠাৎ করে চলে গেল প্ল্যাটফর্মে। আচমকা এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা। চরম বিশৃঙ্খলা দেখা যায় মথুরা স্টেশনে। হৈচৈ শুরু হয়ে যায় আতঙ্কিত যাত্রীদের মধ্যে। তবে সৌভাগ্যক্রমে ঘর্ষণের ফলে থেমে যায় ট্রেনের চাকা, এর ফলে এড়ানো যায় বড় দুর্ঘটনা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরায়। জানা গিয়েছে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ শাকুরবস্তি মথুরা ইএমইউ লাইনচ্যুত হয়ে ছুটে যায় প্ল্যাটফর্মের দিকে। এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। তবে আচমকা ট্রেনের প্ল্যাটফর্মে ছুটে যাওয়া দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সেখানে উপস্থিত যাত্রীরা।

আরোও পড়ুন : নামমাত্র খরচে গাড়ি বানিয়েই খবরের শিরোনামে আরামবাগের শিক্ষক! এই যানের সুবিধা শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেল বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। মথুরা রেলওয়ে স্টেশনের ডিরেক্টর এসকে শ্রীবাস্তব এই ঘটনার বিবৃতি দিয়েছেন। এসকে শ্রীবাস্তব জানিয়েছেন, এই ঘটনা ঘটার আগে নেমে গিয়েছিলেন যাত্রীরা। এরপর হঠাৎ করে চালু হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন।

ইঞ্জিন চালু হওয়ার পর ভারসাম্য হারিয়ে ট্রেনটি উঠে যায় প্ল্যাটফর্মে। কীভাবে ট্রেনের ইঞ্জিন আপনা থেকেই চালু হয়ে গেল, কীভাবে থামল সবকিছুই তদন্তের বিষয়। মথুরা স্টেশনে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মালওয়া এক্সপ্রেস সহ অনেক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার সংক্রান্ত রিপোর্ট পাঠানো হয়েছে রেলের উচ্চপদস্থ কর্তাদের কাছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর