বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। এই সিরিজ ভারত এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে। সবচেয়ে বড় কথা হল বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) মতন মহাতারকাদের ছাড়াই ভারতীয় দল এই সিরিজটা জিতে নিতে পেরেছে। ফলে সিরিজের রাজকোটে আয়োজিত তৃতীয় ওডিআই ম্যাচটি নিয়ম রক্ষার হয়ে উঠেছিল।
তবে বিশ্বকাপের আগে এরকম একটা প্রস্তুতি ম্যাচ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পেয়ে ভারতীয় দলের পক্ষে খুশি হওয়াটাই বেশি স্বাভাবিক। সিরিজের এই শেষ ম্যাচের রোহিত, বিরাটরা মাঠে ফিরেছেন। কিছু ক্রিকেটার যারা টানা ম্যাচের মধ্যে রয়েছেন তাদের এই শেষ ম্যাচটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতীয় বোলারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টপ অর্ডারের ব্যাটাররা বিধ্বংসী ব্যাটিং করেন এবং অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের স্কোর অবধি নিয়ে যান। সর্বোচ্চ ৯৬ রান করেন মিচেল মার্শ। এছাড়া ওয়ার্নার (৫৬), স্টিভ স্মিথ (৭৪) ও লাবুশানে (৭২) বড় রান পেয়েছেন। বুমরা, সিরাজ, কুলদীপদের রাজকোটের পাটা উইকেটে অত্যন্ত অসহায় দেখাচ্ছিলো। যদিও ডেথ ওভারগুলিতে বুমরা, সিরাজ ভালো বোলিং করে বলে অস্ট্রেলিয়া ৩৫২ রানের মধ্যে সীমিত থাকে।
তবে ভারতের বোলিং এর সময় দেখা গিয়েছিল যে বল পুড়ানো হলে ব্যাটিং করাটা সমস্যার হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া তাই নিজেদের ইনিংসের শেষ দিকে বেশি রান যোগ করতে পারেনি। ভারতের ইনিংসের শুরুটা হয় দুর্দান্তভাবে। রোহিত শর্মা একের পর এক বড় শট মেরে রান তুলছিলেন। এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে আশ্চর্যজনক ভাবে নিজের ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিয়েছিলেন হিটম্যান। ওপেনিং একেবারেই অভ্যস্ত না হলেও তিনিও ১৮ রানের একটি ইনিংস খেলে যান।
রোহিত শর্মা (৮১) টি-টোয়েন্টি ঢঙে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এরপর ব্যাট করতে নেমে আগ্রাসী ভঙ্গিতে একটি অর্ধশতরান করেন বিরাট কোহলিও (১৮)। কিন্তু দুর্ভাগ্যের দুজনেই বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেললেও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। ভারতের টপ অর্ডার ব্যাটাররা গ্লেন ম্যাক্সওয়েলের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। ওয়াশিংটন সুন্দরকে (১৮) ফিরিয়ে প্রথম ধাক্কাটা ভারতকে ম্যাক্সওয়েলই দিয়েছিলেন। সেট হয়ে যাওয়া এবং আগ্রাসী ব্যাটিং করতে থাকা শ্রেয়াস আইয়ারকেও (৪৮) তিনিই ফিরিয়েছেন।
নিজেদের পরবর্তী স্পেলগুলিতে বোলিংয়ে ফিরে উইকেট পেয়েছেন স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স প্রত্যেকেই। সেট হয়ে যাওয়ার লোকেশ রাহুলকে (২৬) ফিরিয়ে ছিলেন স্টার্ক। সূর্যকুমার যাদব (৮) সেট হওয়ার আগেই তাকে ফিরিয়ে দেন হ্যাজেলউড। এই বিষয়গুলি তাও মানা যায়। জাদেজা (২৬) কিছুটা চেষ্টা করলেও ভারতীয় দল ৪৯.৪ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায়। কিন্তু নিয়মিত নন এমন স্পিনারদের বিরুদ্ধে উইকেট দেওয়ার বিষয়টা নিয়ে বিশ্বকাপের আগে আলাদা করে ভাবতে হবে রাহুল দ্রাবিড়কে। সেই সঙ্গে টানা চার ম্যাচ হেরে ভারতের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে বেশ কিছুটা আত্মবিশ্বাস সংগ্রহ করে নিলো অস্ট্রেলিয়া।