ভারতে নেই ‘বিশেষ’ সম্মান! কিন্তু এই দেশটির ‘জাতীয় পাখি’ কাক, উত্তর দিতে কালঘাম ছুটবে অনেকেরই

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর বেশ ট্রেন্ডে আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

   

আরোও পড়ুন : শেয়ারের মূল্য ১০০ কোটিরও বেশি! তবুও আটপৌরে জীবনচর্চাতেই অভ্যস্ত এই বৃদ্ধ, চেনেন নাকি এনাকে ?

প্রশ্ন ১ – চিনের বিখ্যাত প্রাচীর তৈরি করতে কত বছর লেগেছিল?

উত্তর ১ – চিনের প্রাক্তন সম্রাট কিন শি হুয়াং এর ধারণার পরে এটি তৈরি করতে প্রায় ২ হাজার বছর লেগেছিল।

প্রশ্ন ২ – ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি?

উত্তর ২ – ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট।

প্রশ্ন ৩ – কাঁঠাল কোন দেশের জাতীয় ফল?

উত্তর ৩ – কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল।

আরোও পড়ুন : আর মাত্র কয়েক মাস! আসছে IT জগতের এক দুর্দান্ত খবর, বড়সড় আপডেট দিল রাজ্য সরকার

প্রশ্ন ৪ – ১৫টি দেশের জাতীয় প্রাণী কোনটি?

উত্তর 8 – সিংহ ১৫ দেশের জাতীয় প্রাণী।

প্রশ্ন ৫ – কোন প্রাণীর দুধ ডেঙ্গি নিরাময় করে?

উত্তর ৫ – ছাগলের দুধ ডেঙ্গি নিরাময় করে।

প্রশ্ন ৬ – একজন ব্যক্তি তার জীবনের কত বছর ঘুমিয়ে কাটায়?

উত্তর ৬ – একজন মানুষ তার জীবনের প্রায় ২৫ বছর ঘুমিয়ে কাটান। যদি রাতের গড় ঘুম আট ঘণ্টা হয় (অর্থাৎ দিনের এক তৃতীয়াংশ), একজন ব্যক্তির জীবনের এক তৃতীয়াংশ ঘুমায়। গড় আয়ুর হিসেবে একজন ব্যক্তি যদি ৭৫ বছর বেঁচে থাকেন, তাহলে ২৫ বছর বা ৯,১২৫ দিন তিনি ঘুমিয়ে কাটিয়েছেন।

Weird Job Advertisement

প্রশ্ন ৭ – লাল আঙুর কোথায় পাওয়া যায়?

উত্তর ৭ – লাল আঙুর জাপানে পাওয়া যায়।

প্রশ্ন ৮ – দেবদারু কোন দেশের জাতীয় গাছ?

উত্তর ৮ – পাকিস্তানের জাতীয় গাছ দেবদারু।

প্রশ্ন ৯ – কাক কোন দেশের জাতীয় পাখি?

উত্তর ৯ – কাক ভুটানের জাতীয় পাখি

প্রশ্ন ১০- কোন দেশকে কাবাডি খেলার প্রবর্তক বলে মনে করা হয়?

উত্তর ১০ – ভারতকে কাবাডি খেলার জন্মদাতা হিসাবে বিবেচনা করা হয়।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর