বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর ৬ দিন পর ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। কিন্তু সেই হাইভোল্টেজ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্বকাপকে কেন্দ্র করে দেখা গেল আতঙ্ক। বিশ্বকাপের শুরুর দিনে নাশকতা চালানোর হুমকি উড়ে এসেছে। আর ভারতের মাটিতে আয়োজিত হতে চলা এই আইসিসি টুর্নামেন্টে। নাশকতার হুমকি দিয়েছেন গুরপতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) নামের এক খালিস্তানপন্থী নেতা।
কানাডায় বসবাসকারী শিখ ফর জাস্টিস নামক নিষিদ্ধ সংগঠনের অন্যতম নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন, ‘হরদীপ সিং নিজ্জর’ হত্যাকাণ্ডের বদলা নিতে এক কল রেকর্ডার বার্তায় এই হুমকি দেন। সেই বার্তায় পান্নুনকে বলতে দেখা গেছে, ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট নয়, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।
হরদীপের হত্যার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করে তিনি বলেন যে দিল্লিকে খালিস্তানে পরিণত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হরদীপ সিং নিজ্জর হত্যার জন্য সরাসরি দায়ী হয় করা এবং জানানো হয় যে শিখ ফর জাস্টিস সংগঠন এই হত্যার প্রতিশোধ নেবে। আহমেদাবাদে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপই তাদের লক্ষ্য।
আরও পড়ুন: তারকা অলরাউন্ডার বাদ! গত ৬ বছরে মাত্র ৩টি ODI খেলা তারকাকে বিশ্বকাপের ভারতীয় দলে নিলো BCCI
এর পাশাপাশি তারা ভারতের মাটিতে থাকা শিখ ধর্মাবলম্বী ও খালিস্তান আন্দোলনের প্রতি সহমর্মী জনগণকে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তান কায়েমের আগে পর্যন্ত বিশ্বকাপ বর্জন করার কথাও জানিয়েছেন পান্নুন। ৫ই অক্টোবর দিনকে নিয়ে নির্দিষ্ট করে হুমকি দেওয়ায় চিন্তিত অনেকেই। কারণ ওই দিন এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে আরম্ভ হবে বিশ্বকাপ। ভারত বনাম পাকিস্তান ম্যাচ এমনকি বিশ্বকাপের ফাইনালও ওই স্টেডিয়ামে আয়োজিত হবে। এই স্টেডিয়ামের কোনও ক্ষতি হওয়া মানে বিশ্বকাপ সংক্রান্ত আয়োজনে বিশাল বড় বিঘ্ন ঘটা।
আরও পড়ুন: ভারতীয় দলের সবচেয়ে বড় ২ দুর্বলতা এলো সামনে! বোলিং ও ব্যাটিং নিয়ে ভাবতে হবে রোহিতদের
ওই সংগঠনের তরফ থেকে আরও বলা হয়েছে, “ভারত ও মোদী সরকার কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে অপমান করেছে। মোদী, আপনি ওট্টাওয়ায় আপনার দূতাবাস বন্ধ করুন এবং আপনার রাষ্ট্রদূত ভার্মাকে ফিরিয়ে আনুন। এই পরামর্শটি কানাডিয়ানদের কাছ থেকে এবং এই পরামর্শ গুরপতবন্ত সিং পান্নুনের। প্রধানমন্ত্রী ট্রুডোকে অসম্মান করার জন্য আমরা মোদী এবং রাষ্ট্রদূত ভার্মাকে দায়ী করছি। তাকে ফিরিয়ে আনা এবং ওট্টোয়া দূতাবাস বন্ধ করাটাই আপনাদের পক্ষে খুব বুদ্ধিমানের কাজ হবে।”