ভারতীয় দলের সবচেয়ে বড় ২ দুর্বলতা এলো সামনে! বোলিং ও ব্যাটিং নিয়ে ভাবতে হবে রোহিতদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র একটা সপ্তাহ। তারপরেই আরম্ভ হয়ে যাবে আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। দলগুলি এইমুহূর্তে নিজেদের শেষ কিছু পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে। সেই উদ্দেশ্যেই ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটি ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল বিশ্বকাপের ঠিক আগে। লোকেশ রাহুলের নেতৃত্বে ভারত সিরিজটি ২-১ ফলে জিতে নিলেও শেষ ম্যাচে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বেশকিছু প্রশ্ন তুলে দিয়ে গেল।

বোলিং নিয়ে প্রশ্ন:
বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ ব্যাটিং বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভারতের শক্তিশালী পেস বোলিং আক্রমণকে মারকুটে ওপেনারদের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। রান আটকাতে বা নিজেদের বোলিং দক্ষতা কাজে লাগিয়ে উইকেট তুলতে ব্যর্থ হয়েছে তারা। যদিও ডেথ ওভারে তারা ভালো বোলিং করেছেন। কিন্তু বিশ্বকাপে এরকম পিচে খেলা হলে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের আটকানো অসম্ভব হয়ে যেতে পারে।

rohit bumrah

ব্যাটিং নিয়ে নির্দিষ্ট সমস্যা:
কাল ভারতের ব্যাটিং পাল্টা লড়াই করার চেষ্টা করেছিল। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা-রা সেট হওয়ার পর স্পিনারদের উইকেট দিয়ে এসেছেন। সাম্প্রতিক অতীতে ভারতের স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় দুর্বলতা দেখা গিয়েছে। কিন্তু কাল গ্লেন ম্যাক্সওয়েলের মত সাধারণ মানের স্পিনারের সামনে তারা যেভাবে সেট হওয়ার পর উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তা বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটে চূড়ান্ত নোংরামি চলছে! বিশ্বকাপের দল থেকে বাদ গিয়ে মুখ খুললেন তামিম

ছন্দ ফিরে পেলো অজিরা:
গতকাল সিরিজে প্রথমবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলে দু-একজন তারকা অনুপস্থিত থাকলেও সেটা দল দুর্বল ছিল এমনটা বলা যাবে না। কিন্তু অজিদেরকে আটকাতে পারেনি সেই ভারত। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। চেন্নাইয়ে জাম্পা, ম্যাক্সওয়েলদের সামলাতে পারবে তো ভারতের ব্যাটিং!

আরও পড়ুন: ফের স্পিনের বিরুদ্ধে নড়বড়ে ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে দুর্বলতাগুলি দেখিয়ে দিলো অজিরা

দলে ফিরবেন কারা:
আশা করা যায় বিশ্বকাপের প্রথম একাদশে দলে ফিরবেন শুভমান গিল, হার্দিক পান্ডিয়া এবং মহম্মদ শামি। তারা একাদশে যোগ দিলে ভারতীয় দল আরও কিছুটা শক্তিশালী হবে এমনটা আশা করাই যায়। এই ভুল ত্রুটিগুলি নিয়ে আলাদা করে ভাবতে হবে রোহিত শর্মাদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর