বাংলাদেশ ক্রিকেটে চূড়ান্ত নোংরামি চলছে! বিশ্বকাপের দল থেকে বাদ গিয়ে মুখ খুললেন তামিম

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) যে দলগুলি অংশগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে সবচেয়ে দেরি করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন লিটনরা। কিন্তু তাদের ঘরের মাটিতেই তাদের বিশ্রী ভাবে উড়িয়ে দিয়েছে। এছাড়া দলের মধ্যে নানান অন্তর্দ্বন্দ্ব বিশ্বকাপের আগে তাদের বেকায়দায় রেখেছে এমনটা বলাই যায়।

এরই মধ্যে বিশ্বকাপে দল ঘোষণার পর দেখা যায় তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ ওপেনিং ব্যাটার তামিম ইকবাল (Tamim Iqbal) বিশ্বকাপের ওই দলের সুযোগ পাননি। এরপর থেকেই দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের মধ্যে বিবাদের নানা খবর ছড়াতে থাকে।

কিছুদিন আগেই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তামিম। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন তার ওই ঘোষণা আসে। এরপর অবশ্য প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

আরও পড়ুন: এমন হলে বিশ্বকাপ জয় কঠিন হয়ে যাবে! BCCI-কে সতর্ক করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

এরপর এশিয়া কাপে মাঠে নামলেও বাংলাদেশের মাটিতে আয়োজিত হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে দ্বিতীয় ম্যাচে তিনি ৪৪ রানের একটি ইনিংস খেলেছিলেন যা দেখে তাকে একটু ছন্দের মনে হয়েছিল। কিন্তু তারপরেই কিছু গন্ডগোল ঘটে টিমের অন্দরমহলে। তামিম সম্পূর্ণ সুস্থ ছিলেন না কিন্তু বিশ্বকাপের আগে যে সময়টুকু ছিল সেই সময়টুকু যথেষ্ট ছিল তার রিহ্যাবের জন্য। এখানে কিছু গন্ডগোল ঘটে এবং তামিল ইকবাল সম্প্রতি মুখ খুলে জানিয়েছেন যে তিনি নোংরামির শিকার। তাকে এমন কিছু কাজ করতে বলা হয় যেটা তিনি নিজের গোটা কেরিয়ারই করেননি।

আরও পড়ুন: নিজে বড় রান করলেও অধিনায়ক হিসেবে চরম ভুল করলেন রোহিত! বিশ্বকাপের আগে চিন্তায় সমর্থকরা

নিজের বক্তব্যে তামিম বলেছেন, “আমাকে ফোন করে প্রথমে বলা হয় যে তামাককে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে না। আমি তাতে আপত্তি জানালে বলা হয় যে আমাকে ওপেনিংয়ে নয় মেডেল ওর্ডারে ব্যাট করতে হবে। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনদিন তিন-চারে ব্যাটিং করিনি৷ আমি যদি তিন চারে আগে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনও অভিজ্ঞতা নেই। আমি এটা ভালোভাবে নিয়নি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে। আমি তখন, বলেছি যে দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের এরকম চিন্তাধারা থাকলে আমাকে পাঠাবেন না। আমি নোংরামির মধ্যে থাকতে চাই না।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর