বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র চারটা দিন। তারপরে ভারতের মাটিতে আরম্ভ হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য মরিয়া হয়ে আছে বিসিসিআই (BCCI)। ঘরের মাটিতে প্রত্যাশার চাপ অনেক বেশি থাকবে ভারতীয় দলের (Indian Cricket Team) ওপর। আর সেই প্রত্যাশার চাপ সামলানোর একটা বড় দায়িত্ব থাকবে ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) উপর।
সাম্প্রতিক অতীতে তাকে ভালো ছন্দে দেখা গিয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তারকা অজি বোলারদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট। এই বিশ্বকাপে তার সামনে একটা সুযোগ থাকবে কিংবদন্ত সচিন টেন্ডুলকারকে টপকে যাওয়ার।
সকলেই জানেন যে সচিন হলেন সীমিত ওভারের ফরম্যাটে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট গুলিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বকাপে ৪৪টি এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪ টি ম্যাচ খেলে সচিন টেন্ডুলকার মোট ২৭১৯ রান করেছেন। দুটি প্রতিযোগিতাই জয় করাও সম্ভব হয়েছে তার পক্ষে।
বিরাট কোহলি ইতিমধ্যে ওডিআই বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কীর্তি গড়েছেন। দুই ক্ষেত্রেই ভারতীয় দলে তার ভূমিকা ছিল অপরিসীম। আসন্ন ওডিআই বিশ্বকাপ জয় করতে পারলে বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটি ওডিআই বিশ্বকাপ জয়ের নজির গড়বেন।
আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি সীমিত ওভারের ফরম্যাটে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট গুলির সবচেয়ে বেশি রান সংগ্রহ করা ভারতীয় ক্রিকেটার হয়ে যেতে পারেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওডিআই বিশ্বকাপ মিলিয়ে তার রান ২৭০০। আর ২০ রান করলেই সচিনকে টপকে যাবেন তিনি।