আজ বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি রোহিতের ভারত, BCCI-কে দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি। প্রত্যেকেই ভারতের মাটিতে পৌঁছে গিয়েছে এবং সেখানে নিজেদের অভিধান শুরু করার আগে এই মুহূর্তে দলগুলি প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন। ভারতীয় দলও (Indian Cricket Team) সেই নিয়মের ব্যতিক্রম নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) করা ব্যবস্থা অনুযায়ী আজ তারা মুখোমুখি হবে গতবারের ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের (England Cricket Team)।

ইতিমধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ গতকাল খেলা হয়ে গিয়েছে। অবশ্য তিনটি না বলে দুটি বলাই ভালো। কারণ বৃষ্টির কারণে তিরুবনন্তপুরমে আয়োজিত হতে চলা দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচটি ভেস্তে গিয়েছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছে সাকিবহীন বাংলাদেশ। এই ম্যাচটির পাশাপাশি হায়দ্রাবাদে আয়োজিত অপর প্রস্তুতি ম্যাচে পাকিস্তান স্কোর বোর্ডে ৩৪৫ রান তুলেও নিউজিল্যান্ডের কাছে হার মানতে বাধ্য হয়েছে।

   

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। অনেকেই মনে করছেন যে ভারতের পাশাপাশি এইবারের বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম বড় দাবিদার হচ্ছে জস বাটলাররা। তারা যে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, অধিকাংশ প্রতিপক্ষের কাছেই তার কোনও জবাব থাকছে না। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচে তাদেরকে একবার দেখে নেওয়ার সুযোগ পাওয়াটা ভারতের কাছে হয়তো পরবর্তীতে একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে।

আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি তারকার ব্যাটের ঝড়ে উড়ে গেলো পাকিস্তান! চোট সারিয়ে ফর্মে উইলিয়ামসনও

যদিও গুয়াহাটিতে আয়োজিত এই ম্যাচে ইংল্যান্ড নিজেদের পূর্ণ শক্তি প্রদর্শন করবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। হয়তো প্রথম একাদশের অনেক তারকা ক্রিকেটের বাদ দিয়েই মাঠে নামবে ব্রিটিশরা। প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচটিতে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। আজ ইংল্যান্ডের মত শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার ইচ্ছা পোষণ করবেন রোহিতরা। সেই সঙ্গে দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী কিনা সেই প্রশ্নের উত্তরও খুঁজে দেখা হবে।

আরও পড়ুন: বিশ্বকাপে ছন্দে না ফিরলে অবসর নিতে বাধ্য করবে BCCI! ক্রিকেট ছেড়ে রাজনীতিতে জড়াবেন এই তারকা?

ভারতীয় দলও হয়তো বেশ কিছু তারকাকে এই ম্যাপ থেকে দূরে রাখতে পারে। বিশেষ করে সদ্য যে ক্রিকেটাররা চোট সারিয়ে ফিরেছেন তাদেরকে হয়তো প্রস্তুতি ম্যাচে নামানোর ঝুঁকি নেবেন না রোহিত। তুমি বিশ্বকাপের ঠিক আগে একটি ভালো ম্যাচের প্রত্যাশায় রয়েছেন ক্রিকেট ভক্তরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর