বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকমাস পরেই সম্পন্ন হতে চলেছে পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। তবে, তার আগেই স্কুলগুলিতে সম্পন্ন হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এমতাবস্থায়, এবার সেই পরীক্ষায় যাতে কোনো বিতর্কের উদ্রেক না ঘটে সেজন্য আগেভাগেই তৎপরতা দেখাল মধ্যশিক্ষা পর্ষদ। শুধু তাই নয়, ইতিমধ্যেই গত শনিবার পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে পর্ষদের অধীনে থাকা স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে কোনো রকম বিতর্কিত প্রশ্ন রাখা চলবে না।
এছাড়াও, আরও জানানো হয়েছে যে, এমন কোনো প্রশ্ন করা যাবে না, যা বিতর্কের পরিবেশ তৈরি করতে পারে। পাশাপাশি, পর্ষদের মর্যাদাহানি হয় এমন কোনো প্রশ্নও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে থাকা চলবে না। এমতাবস্থায়, স্কুলের পরীক্ষাপর্ব সম্পন্ন হলে সব প্রশ্নপত্র যাতে ইমেল মারফত মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয় সেই বিষয়টিও জানানো হয়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছর মাধ্যমিক পরীক্ষার টেস্টে বেশ কিছু স্কুলের প্রশ্নপত্রকে ঘিরে বিতর্কের সূত্রপাত ঘটে। উদাহরণস্বরূপ, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্রে পাটিগণিতের এক অঙ্কে “শুভেন্দু” ও “নওশাদে”-র মধ্যে ভাগাভাগির উল্লেখ করা হয়েছিল। এদিকে, বর্তমান সময়ে ওই দুই নামেই রাজ্যে দু’জন বড় রাজনৈতিক নেতা রয়েছেন।
আরও পড়ুন: ৯.২ লক্ষ কিমি সফরের পর সান-আর্থ ল্যাগ্রেঞ্জ বিন্দুর দিকে অগ্রসর! আদিত্য-L1 নিয়ে সুখবর শোনাল ISRO
মূলত, নন্দীগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক হলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও। পাশাপাশি, নওশাদ সিদ্দিকি হলেন বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর একমাত্র বিধায়ক। এমতাবস্থায়, রাজ্যের বিরোধী দলের দুই বিধায়কের নাম সরাসরি পরীক্ষার প্রশ্নপত্রে চলে আসায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল পর্ষদকে।
আরও পড়ুন: ৪ কোটি গাছ লাগিয়ে একাই তৈরি করেছেন বনভূমি! দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিখ্যাত এই ভারতীয়
তবে, বিষয়টি এখানেই শেষ হয়নি। মালদহের একটি মিশনারি স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভুগোলের প্রশ্নপত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে “আজাদ কাশ্মীর” হিসেবে উল্লেখ করতে বলায় বিতর্ক দেখা দিয়েছিল। এই ঘটনাতেও প্রশ্নের মুখে পড়ে পর্ষদ। তাই এই বছর যেকোনো ধরণের বিতর্ক এড়াতে আগেভাগেই স্কুলগুলির উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করে দেওয়া হল পর্ষদের তরফে।