৭ টাকা জমিয়ে মাসে পান ৫০০০ হাজার টাকা! বিপুল লাভ দিচ্ছে কেন্দ্রের এই স্কিম, এভাবে করুন বিনিয়োগ

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের চিন্তা আমাদের সবারই আছে। তাই আমরা বর্তমানে সঞ্চয় করি ভবিষ্যতের জন্য। অনেকেই চান স্বল্প সঞ্চয় করে ভালো রিটার্ন পেতে। তবে ভালো রিটার্ন পাওয়ার জন্য বিনিয়োগের মাধ্যম সম্পর্কে সচেতন থাকা দরকার। সরকারের বিভিন্ন স্কিম রয়েছে যেগুলি সাধারণ গরিব মানুষের কথা ভেবে নিয়ে আসা হয়েছে।

আমরা অতীতে এই ধরনের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করেছি। তবে আজ আমরা এমন একটি স্কিম সম্পর্কে আপনাদের বলতে চলেছি যেটি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। এই স্কিমে প্রতিদিন সামান্য কিছু টাকা করে বিনিয়োগ করে প্রতিমাসে পাঁচ হাজার টাকার সুবিধা পেতে পারেন। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা এই স্কিমে নথিভুক্ত হতে পারেন।

আরোও পড়ুন : ফ্লিপকার্ট নাকি অ্যামাজন! কোথায় মিলবে সবচেয়ে কম দামে স্মার্টফোন? দেখে নিন, সেল শুরুর আগেই

১৮ বছর বয়স হলেই আপনি অল্প অল্প করে এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে ন্যূনতম ২০ বছর বিনিয়োগ করতেই হয়। ৬০ বছর বয়স হয়ে গেলেই প্রতি মাসে আপনাকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পেনশন হিসেবে দেওয়া হয়। অর্থাৎ সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই স্কিমে নাম লেখানো যায়।

আরোও পড়ুন : এবার বাংলার লোকাল ট্রেনেও থাকবে প্রথম শ্রেণীর কামরা! যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন উদ্যোগ রেলের

আপনার যদি ১৮ বছর বয়স হয় তাহলে আপনাকে প্রতিমাসে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে ২১০ টাকা, অর্থাৎ প্রতিদিন মাত্র ৭ টাকা। আপনার ৬০ বছর বয়স অতিক্রান্ত হলেই সরকারের পক্ষ থেকে আপনাকে প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন দেওয়া হবে। অন্যদিকে, আপনি যদি প্রতি মাসে ১০০০ টাকা পেনশন চান তাহলে আপনাকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে মাত্র ৪২ টাকা।

Atal Pension Yojana In Bengali

এই প্রতিবেদন থেকে বুঝতেই পারছেন যে বয়স ও পেনশনের পরিমাণ এর উপর আপনার মাসিক প্রিমিয়াম নির্ভর করবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। ব্যাংকের কর্মীরা আপনাকে আপনার বয়স ও পেনশনের পরিমাণ অনুযায়ী অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) প্রিমিয়ামের মূল্য বলে দেবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর