“১০ অক্টোবরের মধ্যে…'”, কানাডাকে হুঁশিয়ারি ভারতের! ট্রুডোকে কোণঠাসা করতে অ্যাকশন মোদীর

বাংলা হান্ট ডেস্ক: খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার (Hardeep Singh Nijjar) হত্যার বিষয়ে ভারতের (India) পরিপ্রেক্ষিতে কানাডার (Canada) ভিত্তিহীন অভিযোগের পর, ভারত সরকার এবার ফের বড় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি, একটি খোলা সতর্কবার্তা জানিয়ে কানাডাকে তার বেশ কয়েকজন কূটনীতিককে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও জানানো হয়েছে। বলা হচ্ছে, ভারত সরকার কানাডাকে ১০ অক্টোবরের মধ্যে প্রায় ৪০ জন কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১৮ জুন কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজারকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সম্প্রতি কানাডার সংসদে দাবি করেছিলেন যে, কানাডিয়ান নাগরিককে হত্যা করেছে ভারত সরকারের এজেন্টরা। তবে, ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং এগুলিকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে। এদিকে, হরদীপ সিং নিজ্জার হত্যার দাবিতে কানাডা এখনও কোনো স্পষ্ট প্রমাণ দেয়নি।

India gave a big warning to Canada

এর আগে বিদেশ মন্ত্রক এমন ইঙ্গিত দিয়েছিল: ভারত সরকার ইতিমধ্যেই কানাডার বিরুদ্ধে এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল। বিদেশ মন্ত্রক (MEA) বলেছিল যে, ভারতে প্রচুর কানাডিয়ান কূটনীতিক মোতায়েন রয়েছেন এবং তাঁদের সংখ্যা কমানো দরকার। যদিও, ভারতের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কানাডার তরফে কোনো বিবৃতি সামনে আসেনি।

আরও পড়ুন: মাঝ আকাশেই সব শেষ! বিমান দুর্ঘটনায় পুত্র সহ প্রাণ হারালেন ভারতীয় ধনকুবের, নিহত বাকি যাত্রীরাও

কানাডার বিরুদ্ধে ভারতের তৃতীয় পদক্ষেপ: প্রসঙ্গত উল্লেখ্য যে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এহেন দাবির পর এটি কানাডার বিরুদ্ধে ভারত সরকারের তৃতীয় পদক্ষেপ। ভারত সরকার সবার প্রথমে কানাডার একজন গোয়েন্দা আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়। এরপর ভারত সরকার কানাডিয়ান নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করে ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। এর পাশাপাশি, ভারতের সরকার কানাডায় বসবাসকারী এবং সেখানে ভ্রমণকারী ভারতীয়দের জন্য একটি অ্যাডভাইজারিও জারি করেছিল।

আরও পড়ুন: ভর সন্ধ্যেবেলায় কেঁপে উঠল উত্তরবঙ্গ! আতঙ্কে বাড়ির বাইরে মানুষ, ২ মাসের ব্যবধানেই ফের ভূমিকম্প রাজ্যে

হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ফের সামনে এল আমেরিকার বক্তব্য: এদিকে, আমেরিকা আবারও খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার বিষয়ে বিবৃতি দিয়েছে এবং জানিয়েছে যে, তারা কানাডার সাথে যোগাযোগ রাখছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, “আমরা কানাডার সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি। উল্লেখ্য, এর আগে একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছিল যে, নিজ্জার হত্যার পর আমেরিকা কানাডাকে গোয়েন্দা তথ্য দিয়েছিল। কিন্তু কানাডা সেটির অর্থ ভুল বুঝে ভারতের ওপর ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর