মাঝ আকাশেই সব শেষ! বিমান দুর্ঘটনায় পুত্র সহ প্রাণ হারালেন ভারতীয় ধনকুবের, নিহত বাকি যাত্রীরাও

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত দুঃখজনক খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় বিলিয়নেয়ার ব্যবসায়ী হারপাল রনধাওয়া (Harpal Randhawa) এবং তাঁর ছেলে আমের কবির সিং রনধাওয়া একটি প্রাইভেট বিমান দুর্ঘটনায় (Plane Crash) মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, জানা গিয়েছে, হারপাল জিম্বাবোয়ে থাকতেন।

মূলত, প্রযুক্তিগত ত্রুটির কারণে দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের একটি হিরের খনির কাছে ওই বিমানটি ভেঙে পড়ে। এমতাবস্থায়, ওই বিমানে থাকা ৬ জনই প্রাণ হারিয়েছেন। এই প্রসঙ্গে নিউজ ওয়েবসাইট “আইহারারে” তাদের খবরে জানিয়েছে, মাশাওয়ার জাবামহান্দে এলাকায় বিমান দুর্ঘটনায় মারা গেছেন খনি কোম্পানি “রিওজিম”-এর মালিক হারপাল রনধাওয়া এবং তাঁর ছেলে সহ আরও চারজন।

Indian business tycoon lost his life along with his son in plane crash

উল্লেখ্য যে, “রিওজিম” হল একটি অন্যতম মাইনিং কোম্পানি যেটি সোনা এবং কয়লা উৎপাদনের পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে। খবর অনুযায়ী, “রিওজিম”-এর মালিকানাধীন Cessna 206 বিমানটি গত শুক্রবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর তারিখে হারারে থেকে মুরোভা হিরের খনি যাওয়ার সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রাণ বাঁচাল গণেশের মূর্তি! সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে যাওয়া কিশোর ৩৬ ঘন্টা পর উদ্ধার জীবিত অবস্থায়

সিঙ্গেল-ইঞ্জিনের এই বিমানটি মুরোভা হিরা খনির কাছে ভেঙে পড়ে। খবর অনুযায়ী, জাবামহান্দে পিটার ফার্মে ভেঙে পড়ার আগে বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। যার কারণে সম্ভবত এটিতে উড়ন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটে। এদিকে, ওই দুর্ঘটনায় বিমানটিতে থাকা সকল যাত্রী ও সদস্যের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

“দ্য হেরাল্ড” পত্রিকা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, দুর্ঘটনায় নিহত চারজন বিদেশি, আর দু’জন জিম্বাবোয়ের নাগরিক। পুলিশ এখনও মৃতদের নাম প্রকাশ করেনি। তবে, রনধাওয়ার বন্ধু, সাংবাদিক এবং ফিল্মমেকার হোপওয়েল চিনওনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দুর্ঘটনায় ওই ব্যবসায়ী এবং তাঁর পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি X- এর মাধ্যমে একটি শোক বার্তাও পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “আমি ‘রিওজিম’-এর মালিক হারপাল রনধাওয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব এবং রিওজিম কমিউনিটিকে সমবেদনা জানাচ্ছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর