আজকের রাশিফল ৪ অক্টোবর বুধবার! সিদ্ধিদাতার কৃপায় হবে গ্রহের পরিবর্তন, টাকার বৃষ্টিতে ভিজবে চার রাশি

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ে আজ কারোর দ্বারা প্রভাবিত হবেন না। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্ক বা নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: কর্মজীবনে সাফল্য লাভের জন্য গৃহদেবতার রুপোর তৈরি মূর্তিকে পুজো করুন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ পরিবারের এমন একটি গোপন খবর জানতে পারবেন যেটি আপনাকে অবাক করে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। আপনি আজ কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন। বাড়িতে আজ কোনো অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখতে ভৈরব মন্দিরে দুধ অর্পণ করুন।

মিথুন রাশি: আপনি আজ আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগালে লাভবান হতে পারেন। বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যে নাগাদ কোনো আকর্ষণীয় পরিকল্পনা করে আপনাকে চমকে দেবেন। আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে। প্রত্যেকের সাথে আজ স্পষ্টভাবে কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করার আগে মুখে এলাচ রাখুন।

কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। গুরুজনদের সাথে আজ সংযত হয়ে কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, ব্যবসায়িক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো আকস্মিক সফর আজ আপনাকে লাভবান করে তুলবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আজ আপনি ভালো ফল পেতে থাকবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য গরম মশলা, শুকনো ফল, মধু ও গুড় যুক্ত খাবার খান।

সিংহ রাশি: পরিবারের কোনো ছোট সদস্যকে নিয়ে আজ আপনি শপিংমলে বেড়াতে যেতে পারেন। পারিবারিক দিক থেকে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন। তবে, ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। আজ আপনার নিজের করা কোনো কাজের কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে কুষ্ঠ রোগীদের এবং মূক ও বধির ব্যক্তিদের সেবা করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হলে আজ অবশ্যই পরিবারের সদস্যদের সাহায্য নিন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য স্রোতযুক্ত জলে তিল এবং চিনি অর্পণ করুন।

তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ ধৈর্য সহকারে করুন। এই রাশির সৃজনশীল ব্যক্তিরা আজ সাফল্যের সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, তাঁরা কোনো বহু সাফল্য এবং স্বীকৃতি অর্জন করবেন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: সাফল্য লাভের জন্য আজ মাছেদের খাবার দিন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, অবশ্যই সতর্ক থাকুন। পাশাপাশি, আজ ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের কোনো সদস্যের খারাপ আচরণ আজ আপনাকে বিরক্ত করতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে কোনো চমক ঘটতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পরুন।

ধনু রাশি: যাঁরা বাজি বা জুয়ার মাধ্যমে এতদিন অর্থব্যয় করছিলেন তাঁরা আজ প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন। পারিবারিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালোভাবে কাটবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রাখুন এবং পরদিন সকালে কোনো গাছের শিকড়ে সেই জল ঢেলে দিন।

আরও পড়ুন: Chanakya Niti: এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না স্বামীদের! সবসময় লুকিয়ে রাখেন তাঁদের কাছ থেকে

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে গরুকে খাবার দিন।

আরও পড়ুন: Chanakya Niti: পুরুষদের থেকে মহিলারা এই দিক থেকে অনেকটাই এগিয়ে! জেনে নিন কি বলেছেন আচার্য চাণক্য

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। তবে, অযথা চিন্তা করবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। তবে, কোথাও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালোভাবে কাটবে। আজকে আপনি কোনো পুরোনো বই কিনে সেটি দীর্ঘক্ষণ ধরে পড়তে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য মাদক দ্রব্য থেকে দূরে থাকুন।

মীন রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আপনি আজ পরিবারিক কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আপনার নতুন কোনো উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহিত হবেন। আজ আপনার কোথাও আনন্দজনক সফরের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য আজ চন্দন এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর