বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। গুচ্ছ-গুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে। আর এবার সেই তালিকায় জুড়লো আরও অভিযোগ। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার আদালতের (Calcutta High Court) দ্বারস্থ তার নিজের ছাত্ররাই। যা নিয়ে শোরগোল।
জানা গিয়েছে একসময় যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষর দায়িত্বে ছিলেন মানিক ভট্টাচার্য। এই পদ নিয়েই শুরু হয়েছে গন্ডগোল। মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে ওই কলেজের অধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। মামলাকারী ছাত্রদের দাবি নিয়ম ভেঙে পদে বসেছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য।
কেন এমন দাবি? মামলাকারীদের আইনজীবীর দাবি কোনও কলেজের অধ্যক্ষর পদে বসতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির কমপক্ষে ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা থাকা চাই। তবে মানিক বাবুর ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। তাই যতদিন তিনি অধ্যক্ষ ছিলেন, সেই বেতন হিসাবে পাওয়া অর্থ ফেরত নেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।
আরও পড়ুন: আজ তুমুল ঝড়-বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়! কিছুক্ষণেই তাণ্ডব, সাবধান থাকুন
মানিক ভট্টাচার্যের বেতনের অর্থ ফেরত নেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে (Justice Abhijit Ganguly) মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। পরে গ্রেফতার হয়েছিল মানিকের স্ত্রী ও ছেলেকেও। বিধায়কের স্ত্রী সম্প্রতি জামিনে ছাড়া পেলেও ছেলে জেলেই রয়েছে।