ইংল্যান্ড বিশ্বকাপ ধরে রাখতে আসেনি! বিশ্বকাপের শুরুতে কিউয়িদের বিরুদ্ধে নেমে মন্তব্য বাটলারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরম্ভ হয়ে গেল ২২ গজের বিশ্বযুদ্ধ। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড (England Cricket Team) ও নিউজিল্যান্ড (New Zealand Cricket Team)। আর প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এ যেন চার বছর আগের ওডিআই বিশ্বকাপের ফাইনালের উল্টো। সেবার নিয়মের ফাঁক গলে ইংল্যান্ড ম্যাচ জিতলেও মন জিতেছিল নিউজিল্যান্ড। আর প্রথমে বোলিং করার বদলে আগে ব্যাট করে স্টোকসদের বিরুদ্ধে চ্যালেঞ্জিং টার্গেট স্কোরবোর্ডে তুলেছিলেন উইলিয়ামসনরা।

তবে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে ইংল্যান্ডের এবারের অধিনায়ক জস বাটলার। তিনি জানিয়েছেন চার বছর আগে তারা বিশ্বকাপ জিতে খুব খুশি ছিলেন কিন্তু এখানে তারা নিজেদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে দেখছে না। ভারতের মাটিতে লড়াইটা সম্পূর্ণ নতুন। তারা বিশ্বকাপ ডিফেন্ড করতে নয়, তারা বিশ্বকাপে জিততে এসছে বলে জানিয়েছেন বাটলার।

তবে মজার ব্যাপার হলো যে দুই দলই নিজেদের সেরা তারকাকে প্রথম ম্যাচে পাচ্ছে না। নিউজিল্যান্ডের দলে থাকছেন না কেন উইলিয়ামসন। আইপিএল খেলতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন। তারপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও পুরো পঞ্চাশ ওভার তাকে দিয়ে ফিল্ডিং করানোর ঝুঁকি নিতে প্রথম ম্যাচেই রাজি নয় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে তাদের তারকা ফার্স্ট বোলার লকি ফার্গুসন-কেও মাঠে নামাচ্ছে না কিউয়িরা। ব্যাপারটা ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দিতে পারে‌।

অপরদিকে ইংল্যান্ড পাচ্ছে না নিজেদের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। এটা একটা বড় ধাক্কা হতে পারে। কিন্তু গত এক বছরের বেশিরভাগ সময় ধরে তাকে ছাড়াই ওডিআই ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। তাই শেষপর্যন্ত ইংল্যান্ড মানিয়ে নেবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

তবে ইংল্যান্ড অধিনায়কের কথা শুনে তাকে খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি। এই ব্যাপারটা হয়তো ভারতীয় দল সহ বাকি দলগুলোকে স্বস্তি দেবে। ইংল্যান্ড ব্যাটিংয়ের দিক দিয়ে সব সময় আগ্রাসে ব্র্যান্ডের ক্রিকেট খেলে থাকে গত কয়েক বছরে। কিন্তু যেহেতু ভারতের মাটিতে খেলা তাই নিজেদেরকে ফেভারিট হিসেবে হয়তো দেখতে পারছে না বাটলাররা। প্রথম দুই ম্যাচে খারাপ ফলাফল হলে তাদের মনোবলে প্রভাব ফেলতে পারে সেই ঘটনা এমনটা আশঙ্কা করছেন অনেকেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর