অপেক্ষার অবসান! ‘এই’ দিনের মধ্যে শেষ করতে হবে নিয়োগ দুর্নীতির তদন্ত, ED-কে নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় হাইকোর্টে (Calcutta High Court) তোলপাড়। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ সেই মামলাতেই ইডির ভূমিকায় প্রশ্ন।

ভরা এজলাসে বিচারপতির ভর্ৎসনার মুখে ইডির (Enforcement Directorates) ডেপুটি ডিরেক্টর। পাশাপাশি এদিন অভিষেক মামলার শুনানিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সময় বেঁধে দেন বিচারপতি সেন। ইডিকে ভর্ৎসনা করে বিচারপতির নির্দেশ, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে।

এদিন শিক্ষক দুর্নীতি মামলা শেষ করার জন্য ইডিকে ৮৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। গতকালই এই মামলার শুনানিতে অভিষেককে আগেই জিজ্ঞাসাবাদের বদলে নথি জমা দেওয়ায় বিষয়ে বলে ডিভিশন বেঞ্চ। বার বার অভিষেককে সমন পাঠানো নিয়ে ইডিকে বিচারপতি বলেন, ‘আপনি ডকুমেন্টস দেখুন। সেগুলি স্ক্যান করুন। প্রয়োজনে ডাকুন।’

আরও পড়ুন: এখনই রেহাই নেই! কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়? জানাল হাওয়া অফিস

যদিও আপত্তি জানায় ইডির আইনজীবী। তিনি বলেন,’ আমাদের কাছে যথেষ্ট মেটেরিয়াল আছে। আমরা এখন জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না, তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে।’

high court

পাশাপাশি ইডির আইনজীবী বলেন, “এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও ৭ জন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। ১০৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করার পরে অভিষেকের নাম উঠে এসেছে। অভিষেক শুধু নথি পাঠালেই হবে না। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।”

এরপরই ইডির ওপর ক্ষুব্ধ হন বিচারপতি। বিচারপতি সেন বলেন, ‘১৯ মাস ধরে কিছু করেননি। শুধু শুধু ডাকবেন কেন? আগে নথি পরীক্ষা করুন। তাতে কোনও সমস্যা থাকলে নিজেদের প্রস্তুত করুন। তারপর ডাকুন।’

আদালতের সাফ নির্দেশ, “এক ঘন্টাও অতিরিক্ত সময় দেওয়া যাবে না। আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সমস্ত নথি ইডির কাছে জমা দিতে হবে। যদি কোনও কারণে নথি জমা দিতে না পারে তাহলে ইডির সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে।”

আদালত আরও জানায়, “অভিষেকের জমা দেওয়া নথিতে যদি ইডি সন্তুষ্ট না হয় তাহলে তাকে হাজিরা দিতে বলতে পারে। তবে অভিষেককে ১৯ অক্টোবর, অর্থাৎ পুজোর আগে বা ২৬ অক্টোবর একেবারে পুজোর পরে সমন পাঠাতে হবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর