নতুন সিরিয়ালের জের, ফের ওলটপালট স্টার জলসার শোয়ের স্লট! রইল নতুন সময়সূচী

বাংলা হান্ট ডেস্ক : বিনোদনপ্রেমী বাঙালির কাছে বাংলা সিরিয়াল (Bengali Serial) হল রোজকার মেডিসিন। কোনও কারণে পছন্দের সিরিয়াল মিস হয়ে গেলে সে এক আলাদাই মন খারাপ। আর সেটা যাতে না হয় তার জন্য সিরিয়ালের নতুন টাইম স্লট অবশ্যই জেনে রাখুন। কারণ শীঘ্রই স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে বেশ বড় রদবদল। বেশকিছু সিরিয়ালের স্লট (Slot Changing) বদল করতে চলেছে সংশ্লিষ্ট চ্যানেলটি।

সিরিয়াল শুরু বন্ধের খেলায় বদল হচ্ছে অনেক কিছুরই। যার মধ্যে অন্যতম সম্প্রচার সময়। বিগত কয়েক মাস ধরেই স্লট লিড করে আসছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। একটানা বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছে। জানা যাচ্ছে এই স্লট অদল বদলের ঝামেলা থেকে এই মেগাকে একটু দূরেই রাখতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ। যে কারণে ‘অনুরাগের ছোঁয়া’র স্লট বদলের কোনও খবর পাওয়া যায়নি। তবে কোপ পড়েছে স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিকের উপর।

টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, পুজোর পরেই বন্ধ হতে চলেছে স্টার জলসার সবচেয়ে পুরনো মেগা ‘গাঁটছড়া’। এতদিন এই মেগা দেখানো হত রাত সাড়ে দশটার স্লটে। শোনা যাচ্ছে এবার থেকে এই স্লটে দেখানো হবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sreeman Prithwiraj) ধারাবাহিকটিকে। এই খবর শোনার পর থেকেই মন খারাপ কমলা মানিক ভক্তদের।

আরও পড়ুন : TRP তলানিতে! ‘তুমি আশেপাশে থাকলে’ আসতেই রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

সিরিয়ালটি শুরু থেকেই খুব ভালো টিআরপি আনতে না পারলেও খুব খারাপ ফলও করেনা। তবে টিআরপি যাই হোক না কেন, এই মেগার একটি নির্দিষ্ট ফ্যানবেস রয়েছে যারা পরকীয়া, কূটকচালি নয় বরং নিখাদ একটা গল্প দেখতে পছন্দ করেন। তাই তাদের জন্য এটা খারাপ খবর বৈকি। এদিকে বিকেল সাড়ে ছয়টার স্লটে দেখানো হবে নতুন মেগা ‘তুমি আশে পাশে থাকলে’। এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন সিরিয়াল লঞ্চ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : পুজোর আগেই স্লিম ফিট চেহারা! ঝটপট বানিয়ে ফেলুন তেল ছাড়া এই রেসিপি, আঙুল চাটতে থাকবেন

1516363 h bba3fbc5385e

সূত্রের খবর, এই নতুন সিরিয়াল এসেই ছিনিয়ে নিতে পারে বাংলা মিডিয়াম থেকে তুঁতের মত নড়বড়ে সিরিয়ালের স্লট। নতুন মেগা ‘তুমি আশে পাশে থাকলে’র কথা বললে এতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন রোহান ভট্টাচার্য, অঙ্গনা রায় এবং হিয়া নামক এক নবাগতা হিরোইন। সিরিয়ালটি প্রযোজনার দায়িত্বে রয়েছে SVF। সিরিয়ালের গল্প বা সম্প্রচারণের সময় সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর