বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর সামনে এল। শুধু তাই নয়, এবার রয়েছে কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করার সুযোগও। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (National Institute of Electronics and Information Technology)-র তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, একাধিক ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন ডিরেক্টরেটে কর্মী নিয়োগ করা হবে। এমতাবস্থায়, ল্যাব আসিস্ট্যান্ট, ট্রেডসম্যান এবং হেল্পার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শুন্যপদের সংখ্যা হল ৭০ টি।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা আবশ্যক। তবে, জানিয়ে রাখি যে, পদের নিরিখে ২ থেকে ৬ বছরের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে।
বয়সসীমা: এক্ষেত্রে অনূর্ধ্ব ২৭ বছর বয়সী প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
আরও পড়ুন: এবার বিদ্যুৎ ছাড়াই সহজে হবে মোবাইল চার্জ, এই চার্জারের ফিচার্স ও দাম জানলে চমকে উঠবেন
বেতন: নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া যোগ্য ব্যক্তিদের প্রতি মাসে ১৮,০০০ থেকে ৯২,৩০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি: মূলত, স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আরও পড়ুন: এবার বাজারে ঝড় তুলতে সামনে এল Airtel-এর এই সস্তার রিচার্জ প্ল্যান! প্রতিদিন মিলবে 3GB ডেটা
আবেদন পদ্ধতি: জানিয়ে রাখি যে, প্রার্থীদের অনলাইনে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ নথিও ওই আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে। এই বিষয়ে NIELIT-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে প্রার্থীদের। পাশাপাশি, অ্যাপ্লিকেশন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এক্ষেত্রে গত ২ অক্টোবর ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত।