বাংলা হান্ট ডেস্ক : বাঙালির সন্ধ্যাকালীন আড্ডা মানেই সেখানে থাকবে তুঁতে, শিমুল, দীপাদের জীবনের রোজনামচা। এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আর তার সাথে টিভির পর্দা__এই যুগলবন্দীকে কেউ হার মানাতে পারবেনা। আর কোন সিরিয়াল কেমন ফলাফল করল তার TRP রিপোর্ট আসে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। তবে এই সপ্তাহে টিআরপি দিতে একটু দেরিই হয়েছে। বৃহস্পতিবারের বদলে শুক্রবার এল বাংলা সিরিয়ালের (Bangla Serial) রিপোর্ট কার্ড।
এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া যে অপ্রতিরোধ্য সেকথা বলাই বাহুল্য। প্রথমে সূর্যর ভুল ভাঙা এবং তারপর মিশকার মা হওয়ার ঘটনা যে দর্শকমহলে ভালো আলোড়ন ফেলেছে তা টিআরপি পয়েন্ট থেকেই স্পষ্ট। চলতি সপ্তাহে সূর্য-দীপার ঝুলিতে এসেছে ৯ পয়েন্ট। এবং যথারীতি বেঙ্গল টপারের স্থানটিও ধরে রেখেছে এই মেগা। এরপরেই রয়েছে ফুলকি এবং জগদ্ধাত্রী।
এতদিন জগদ্ধাত্রী থাকতো দ্বিতীয় স্থানে এবং ফুলকি থাকতো দ্বিতীয় স্থানে। তবে চলতি সপ্তাহে ৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে এই দুই মেগা। রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী এন্ট্রি নেওয়ার পর থেকেই ফুলকির জনপ্রিয়তা যেন দ্বিগুন বেড়ে গেছে। এদিকে পর্ণা-সৃজনের সম্পর্কের সুতোয় টান পড়তেই গোল দিয়েছে সন্ধ্যাতারা। ৭.৬ পয়েন্ট নিয়ে সোজা তৃতীয় স্থানে স্টার জলসার সন্ধ্যাতারা।
আরও পড়ুন : ‘একমাত্র দেব ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিচ্ছে’, বিতর্কের মাঝেই বড় বয়ান অভিনেতার
ওদিকে নিম ফুলের মধু নেমে এল চতুর্থ স্থানে। সিরিয়ালটির ঝুলিতে এসেছে ৭.৫ পয়েন্ট। এদিকে শিমূলকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে ‘কার কাছে কই মনের কথা’র ঝুলিতে এল ৭.৪ পয়েন্ট। মানালি দে-র এই সিরিয়ালটি রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার রাঙা বউ। পাখি-কুশের ঝুলিতে এসেছে ৭.০ পয়েন্ট। এদিকে ‘জল থই থই ভালোবাসা’ ও ‘এক্কা দোক্কা’র ঝুলিতে এসেছে ৬.৯ পয়েন্ট করে।
এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের টিআরপি তালিকা :
১ম •• অনুরাগের ছোঁয়া ৯.০
২য় •• জগদ্ধাত্রী / ফুলকি ৮.০
৩য় •• সন্ধ্যাতারা ৭.৬
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৫
৫ম •• কার কাছে কই মনের কথা ৭.৪
৬ষ্ঠ •• জল থই থই ভালোবাসা ৬.৯
৭ম •• তুঁতে ৬.৭
৮ম •• লাভ বিয়ে আজকাল ৬.৬
৯ম •• হরগৌরী পাইস হোটেল ৬.৫
১০ম •• বাংলা মিডিয়াম ৬.৪