“পঞ্চম বেতন কমিশনের আওতায় শিক্ষকদের বকেয়া DA বন্ধ হতে পারে”, মামলার মাঝেই এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ DA (Dearness Allowance)-র বিষয়ে মামলা চলছে। যদিও, ওই মামলায় শিক্ষকরা সরাসরি যুক্ত নেই। এমতাবস্থায়, সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA নিয়ে চলা এই মামলায় পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন যুক্ত হবে কি না তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।

ঠিক সেই আবহেই এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য সামনে আনলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন যে, শিক্ষক সংগঠন যদি সুপ্রিম কোর্টের এই মামলায় যুক্ত হতে চায়, সেক্ষেত্রে তারা নিজেদের ক্ষতি করতে পারে। কিন্তু, হঠাৎ তিনি কেন এমন মন্তব্য করলেন? খোলসা করেছেন সেই উত্তরও।

Due to this DA dues of teachers under Fifth Pay Commission may be stopped

তাঁর মতে, বর্তমানে সুপ্রিম কোর্টে DA সংক্রান্ত যে মামলা চলছে, সেই মামলায় কোনো শিক্ষক সংগঠন যদি যুক্ত হতে চায়, সেক্ষেত্রে সরকারি কর্মচারী সংগঠনের কোনো বক্তব্যের জায়গা থাকবে না। পাশাপাশি, তিনি আরও জানান, যদি এটা ধরে নেওয়া হয় যে, সরকার কোনো আপত্তি করল না এবং শিক্ষক সংগঠন DA মামলায় যুক্ত হয়ে গেল সেক্ষেত্রে দু’টি ঘটনা ঘটতে পারে। যেগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়।

আরও পড়ুন: বদলা নিয়ে বড় ঘোষণা ইজরায়েলের প্রধানমন্ত্রীর, নেতানিয়াহুর বয়ানে আশঙ্কার কালো মেঘ প্যালেস্তাইনে

প্রথমত, এমনটা হলে সেক্ষেত্রে রাজ্য সরকার সামান্যতম সুযোগ পেলেও এই চেষ্টা করবে যাতে মামলাটিকে দীর্ঘায়িত করা যায় অথবা মামলার একটি বড় অংশ বাদ দিয়ে দেওয়া যায়। পাশাপাশি, সুপ্রিম কোর্ট এটাও প্রশ্ন করতে পারে যে, কেন শিক্ষক সংগঠন কলকাতা হাইকোর্টে আবেদন না করে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হল? এমতাবস্থায়, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া DA পাওয়ার বিষয়টিতে শিক্ষকদের জন্য চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হতে পারে।

আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই এবার কলকাতা পুলিশে চাকরির সুযোগ, সময় নষ্ট না করে এভাবে করুন আবেদন

পাশাপাশি, দ্বিতীয় বিষয়টিকে আরও গুরুতর হিসেবে বিবেচিত করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি। তিনি বলেন, রাজ্য সরকারের আইনজীবী বলতে পারেন যে স্যাটে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু স্যাটের মামলায় শিক্ষকরা যুক্ত হতে পারেন না। কারণ, শিক্ষকরা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী নন। সেক্ষেত্রে শিক্ষকদের এই মামলা থেকে বাদ দিয়ে দেওয়ার বিষয়েও দাবি উঠতে পারে। আর এমনটা হলে পঞ্চম বেতন কমিশনের আওতায় শিক্ষকদের বকেয়া DA পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর