অষ্টম শ্রেণি পাশ হলেই এবার কলকাতা পুলিশে চাকরির সুযোগ, সময় নষ্ট না করে এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার নিঃসন্দেহে বড়সড় সুখবর সামনে এসেছে। ইতিমধ্যেই, একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটিতে কলকাতা পুলিশে (Kolkata Police) কর্মী নিয়োগের বিষয়টি সামনে এসেছে। মূলত, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতা পুলিশের তরফে এবার গাড়ির চালক পদে কর্মী নিয়োগ করা হবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মোট শুন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ৪১২ টি ড্রাইভার বা গাড়ির চালকের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে। অর্থাৎ, অষ্টম শ্রেণি পাশ হলেই আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ইজরায়েলে ভয়াবহ জঙ্গি হামলা! মৃত বহু, বন্ধু দেশের দুর্দিনে মুখ খুললেন মোদী! বললেন বড় কথা

নির্বাচন পদ্ধতি: জানিয়ে রাখি যে, যোগ্য প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। পাশাপাশি, বাছাই করা প্রার্থীদের কলকাতা পুলিশের হাসপাতাল থেকে মেডিক্যাল টেস্ট করানো হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: আম্বানির বাড়িতে কাজ করতেই দিতে হয় IAS-এর মত কঠিন পরীক্ষা, চমকে দেবে তাঁর ড্রাইভারের বেতন

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদের ফর্ম পূরণ করার মাধ্যমে সেটি ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার ঠিকানা হল: পুলিশ ট্রেনিং স্কুল, ২৪৭, এজেসি বোস রোড, কলকাতা-৭০০০২৭। এক্ষেত্রে বিস্তারিত তথ্য জানার জন্য ইচ্ছুক প্রার্থীরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in-টি দেখতে পারেন।

Job opportunity in Kolkata Police only after passing eighth standard

গুরুত্বপূর্ণ তারিখ: জানিয়ে রাখি যে, এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, আবেদন পাঠানোর শেষ তারিখ হল আগামী ৯ অক্টোবর, ২০২৩। অর্থাৎ, আবেদন পাঠানোর ক্ষেত্রে আর বেশি সময় নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর