উত্তপ্ত আবহাওয়া, আগুন ঝড়ালো সূর্য! নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে রোহিতদের সুবিধা করে দিলো অজিরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আজ চেন্নাইয়ের (Chennai) তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তা অনুভূতভাবে ৪১ ডিগ্রি সেলসিয়াসের নেয়। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই উত্তপ্ত আবহাওয়ায় টসে জিতে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য ফাঁদ পাততে গিয়ে নিজেরাই তাতে জড়িয়ে গেল অস্ট্রেলিয়া (Australia) দল। উত্তপ্ত পরিবেশে বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে ব্যাটিং করতে গিয়ে নাস্তানাবুদ হয়ে ৩০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসলেন তারা।

অস্ট্রেলিয়া দলের মূল ওপেনের মিচেল মার্শ অত্যন্ত আগ্রাসী এবং ব্যাট হাতে মারকুটে মেজাজের। ভারতীয় স্পিনাররা আক্রমণে আসার আগেই তিনি ভারতীয় পেশারদের বিরুদ্ধে বেশ কিছুটা রান তুলে ফেলবেন এমনটা পরিকল্পনা হয়তো ছিল অজিদের। কিন্তু সেই প্ল্যান কাজে লাগানোর আগেই তাকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন বুমরা।

এরপর অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল দুই অভিজ্ঞ অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের জুটি। ম্যাচ চলাকালীন এতটাই গরম পরিবেশ ছিল যে ড্রিঙ্কস ব্রেকে চেয়ার আনিয়ে দুজনকে বেশ কিছুক্ষণ বসে ক্লান্তি দূর করতে হয়। তাও মোটামুটি সুন্দর গতিতেই রান তুলছিলেন তারা। কিন্তু ওয়ার্নার (৪১) কুলদীপের বলে তার হাতে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফিরতেই পরিস্থিতি বদলাতে থাকে।

আরও পড়ুন: ভারতের মাটিতেই ভাঙলো বাংলাদেশের বিশ্বরেকর্ড! ম্যাচ জিতেও মনমরা টাইগার্সরা

উল্টোদিকে ওয়ার্নার না থাকায় রানের গতি কমে যায়। স্টিভ স্মিথ ৭১ বলে ৪৬ রানের একটি অত্যন্ত ধীরগতির ইনিংস খেলে আরও একবার জাদেজার বলেই বোল্ড হন। লাবুশানে (২৭) কিছুক্ষণ সংঘর্ষ করে সেই জাদেজার শিকার হন। নিজের তৃতীয় শিকার হিসেবে অ্যালেক্স ক্যারিকে ড্রেসিংরুমে ফেরান সেই জাদেজাই।

jadeja's spin

আরও পড়ুন: মুখে হাসি ফুটলো রোহিত শর্মার! এক ম্যাচ দেখেই বুঝে নিলেন পাকিস্তানের দুর্বলতা

চেন্নাইয়ের উইকেটে তিন স্পিনার নিয়ে নামার পরিকল্পনা যে সঠিক ছিল তা রোহিত শর্মার প্রমাণ করে দেন ভারতীয় স্পিনাররা। অস্ট্রেলিয়া তাদের সামনে যত ক্ষুদ্র বা বড় টার্গেটই রাখুক না কেন তাদের হাতে মাত্র দুইজন স্পিনার রয়েছে। ভারতীয় দলের টপ অর্ডারে কিছু তারকার স্পিনের বিরুদ্ধে সমস্যা থাকলেও মাত্র দুই স্পিনার নিয়ে তাদেরকে চাপে ফেলা অস্ট্রেলিয়ার পক্ষে সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর