কুণাল ঘোষের নম্বর পোস্ট করে সরদার টাকা চাওয়ার ‘নিদান’ BJP-র! ‘এই’ নেতার কাণ্ডে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের পাল্টা বিজেপি! সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করে কেন্দ্রের ১০০ দিনের বকেয়া টাকা ফেরত চাওয়ার নিদান দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর এবার তারই পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মোবাইল নম্বর প্রকাশ করে সারদার টাকা ফেরত চাওয়ার ‘নিদান’ দিল গেরুয়া শিবির। যা নিয়ে তুঙ্গে তরজা।

এই নিয়ে বুধবার বিজেপির (BJP) বর্ধমান সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রাক্তন-সহ সভাপতি অভিজিৎ সিকদার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, “পুজোর মুখে নিজেদের জমানো সারদার (Sarada) টাকা ফেরত পেতে চাইলে এই নম্বরে কল করুন…।” এরপর একটি নম্বর প্রকাশ করে লেখা হয়েছে কুণাল ঘোষ।

বিজেপি নেতার এই পোস্টের পরেই তেলেবেগুনে জ্বলে উঠেছে তৃণমূল। এদিকে বিজেপির পোস্টের পাল্টা তৃণমূলের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নম্বর প্রকাশের দাবি তোলেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদী নিজের বাংলায় ভোটপ্রচারে এসে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হলে সারদার‌ টাকা ঘরে ঘরে ফিরিয়ে দেব। তাহলে আগে বিজেপির উচিৎ প্রধানমন্ত্রীর নম্বরটা দেওয়া।”

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড কে? এবার বিরাট প্রভাবশালীর নাম ফাঁস করল CBI

তিনি আরও বলেন, “কুণাল ঘোষ সারদায় যু্ক্ত নয় বলেই সিবিআই তাকে আটকে রাখতে পারেনি। তিনি সসম্মানে ঘুরে বেড়াতে পারছেন। এই সব মিথ্যা প্রচার। কুণাল ঘোষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এসব করে কোনও লাভ হবে না।”

bjp tmc

তৃণমূল নেতার কথায়, সিবিআই সারদা মামলার তদন্ত করছে। তাই কেউ টাকা ফেরত পেতে চাইলে সিবিআইয়ের কাছে এই টাকা ফেরত চাক। সিবিআইয়ের নম্বর আগে প্রকাশ করুক বিজেপি।” এর প্রতিক্রিয়ায় বিজেপির বিষ্ণপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “প্রধানমন্ত্রী কবে বলেছিলেন টাকা ফেরত দেবেন? জানা নেই। তৃণমূল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা দল।” এই নম্বর প্রকাশের বিষয়টি তৃণমূলের কাউন্টার বলেও মন্তব্য করেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর