রেল লাইনের মধ্যে আটকে গিয়েছে কুকুরের পা! অথচ এগিয়ে আসছে ট্রেন, রেলকর্মীরা যা করলেন….

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) কম-বেশি সকলেই আমরা ব্যবহার করি। মূলত, নেটমাধ্যমের প্রতিটি প্ল্যাটফর্মেই প্রতিদিন হাজার হাজার পোস্ট এবং ভিডিও ভাইরাল (Viral) হতে থাকে। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবার মন। সম্প্রতি ঠিক সেইরকমই এক ভিডিও সামনে এসেছে।

এমনিতেই, পশুপাখি সংক্রান্ত ভিডিওগুলি নেটমাধ্যমে এলেই সেগুলি ভাইরাল হওয়ার মাধ্যমে দ্রুতগতিতে পৌঁছে যায় সকলের কাছে। এমতাবস্থায়, আমরা যে ভিডিওটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটিতে একটি কুকুরকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচাতে দেখা গিয়েছে কিছু রেলকর্মীকে। আর এই দৃশ্য পরিলক্ষিত করে সবাই ওই রেলকর্মীদের প্রশংসা করেছেন।

https://twitter.com/TheFigen_/status/1711745446308147574

ঠিক কি ঘটেছে: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি রেল ট্র্যাকে কর্মরত অবস্থায় সেখানে একটি কুকুরকে দেখতে পান কর্মীরা। কুকুরটির পা ট্র্যাকে থাকা জয়েন্টের মধ্যে আটকে যায়। এমনকি, সেটি এমনভাবে আটকে গিয়েছিল যে কুকুরটি বারংবার চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছিল না। খুব সম্ভবত স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে হঠাৎ ট্র্যাক পরিবর্তন হওয়ায় কুকুরের পা জয়েন্টের মাঝখানে আটকে গিয়েছিল। সেই সময়ে একটি ট্রেনকেও এগিয়ে আসতে দেখা যায়।

আরও পড়ুন: “পাকিস্তান” নয়, পড়শি দেশের আসল নাম হল এটা! ৯৯ শতাংশ মানুষ জানেন না এই উত্তর

এদিকে, কুকুরটিকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের জন্য ছুটে আসেন সেখানে থাকা রেলকর্মীরা। এমনকি, একজন কর্মচারী প্রথমে একটি বড় লোহার রড দিয়ে ট্র্যাকগুলি আলাদা করার চেষ্টা করলেও ব্যর্থ হন। যদিও, শেষপর্যন্ত দু’টি ট্র্যাকের মধ্যে একসাথে বেশ কয়েকটি লোহার রড ঢোকানো হয় এবং বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কুকুরটি সেখান থেকে পা বের করে নিতে পারে।

আরও পড়ুন: ডিম বিক্রি করে দৈনিক ১০০ টাকা আয় করতেন বাবা! JEE IIT-তে সফল হয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন ছেলে

মোট ২৮ সেকেন্ডের ওই ভিডিওটি এক্স- মাধ্যমে (@TheFigen_) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়েছে। যেটির ক্যাপশনে লেখা হয়েছে “মানবতা।” এই ভিডিওটি সত্যিই মানবতার এক অনন্য উদাহরণ উপস্থাপন করেছে। পাশাপাশি, ইতিমধ্যেই ওই ভিডিওটি প্রায় ২৭ লক্ষ জন দেখেছেন। প্রত্যেকেই ভিডিওটি প্রত্যক্ষ করে রেলকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর