বল হাতে পড়লেন মন্ত্র, পরের বলেই উইকেট! ভারতের হার্দিকের বিরুদ্ধে কালা জাদুর অভিযোগ পাক ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে বুদ্ধি করে বোলিং না করলে যে ভারতীয় দলের (Indian Cricket Team) মার খেতে হবে সেটা প্রথমদিকেই বুঝিয়ে দিয়েছিলেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক এবং আবদুল্লা শফিক। বিশ্বকাপের (2023 ODI World Cup) এই হাইভোল্টেজ ম্যাচে দুজনেই সেট হয়ে গিয়েছিলেন ক্রিজে। বুমরা, সিরাজ, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শার্দূলের মধ্যে যারা একটু ফুল লেংথে বোলিং করার চেষ্টা করেছেন তাদেরকেই বাউন্ডারির রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছিল।

বিরাট কোহলি ও রোহিত শর্মা আলোচনা করে গত ম্যাচের তারকা ওপেনার আবদুল্লা শফিকের জন্য শর্ট বলের ফাঁদ তৈরি করে সিরাজকে দিয়ে তাকে এলবিডব্লিউ করিয়ে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু ইমাম উল হককে ফেরানো যাচ্ছিল না। দশ ওভারের পরও বোলিং পরিবর্তন করে স্পিনারদের এবং হার্দিক পান্ডিয়াকে আক্রমণে নিয়ে এসেও লাভ হয়নি।

এই সময় এই ম্যাচের ১৩ তম ওভারে দেখা যায় চমক। ওই ওভারের দ্বিতীয় বলে কাট করে হার্দিক পান্ডিয়ার ডেলিভারিটিকে বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলেন ইমাম। ওভারের তৃতীয় বলটি করতে আসার আগে একটি আজব কান্ড করেন ভারতীয় অলরাউন্ডার।

বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে তারপর বলে একবার ফুঁ দিয়ে নিজের রান আপে দৌড়ে এসে ডেলিভারিটি করেন হার্দিক। পুরোপুরি ড্রাইভের লেংথে না থাকলেও প্রল্লুব্ধ হয়ে বলটিকে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে ফেরেন ইমাম। ভালো ক‍্যাচ ধরেন লোকেশ রাহুল।

আরও পড়ুন: রোহিত পারছিলেন না, কোহলি এসে পাতলেন ফাঁদ, ছন্দে ফিরলেন সিরাজ, ড্রেসিংরুমে ফিরলেন পাক ওপেনার

সোশ্যাল মিডিয়ায় হার্দিকের বল করার আগের ওই কান্ডটি ভাইরাল হতেই পাকিস্তানের সমর্থকরা আওয়াজ তুলেছেন তার বিরুদ্ধে। ভারতীয়রা বিশ্বকাপে কালো জাদু ব্যবহার করছে নিজেদের সুবিধার জন্য, এমন অভিযোগও উঠেছে সেই দেশের ভক্তদের তরফ থেকে। ভারতীয় সমর্থকরা এই সমস্ত মুহূর্ত গুলি উপভোগ করছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর