‘জুয়া খেলা হয়েছে, ভারত-পাক ম্যাচ ফিক্স ছিল’, বিস্ফোরক দাবি তুলে মোদীকে কটাক্ষ সঞ্জয় রাউতের

বাংলা হান্ট ডেস্ক: ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। এই নিয়ে শিবসেনা (Shiv Sena) নেতা বলেন, ‘এই ম্যাচ তো আগে থেকেই নির্ধারিত ছিল। সবটাই জলের মতো পরিষ্কার।’

কিন্তু কেন এমনটা বললেন শিবসেনা নেতা? সঞ্জয় রাউত বলেন, ‘যে ভাবে পাকিস্তান (Pakistan) দলকে ভারতে স্বাগত জানানো হয়েছে, তা দেখেই বোঝা গিয়েছিল এই ম্যাচের ফলাফল নির্ধারিত। আজকালকার ক্রিকেট একটি বড় জুয়াখেলা। এখন দেদার বেটিং (Betting) চলে। সে বিষয়ে কথা না বলাই ভালো। অন্য কোনও রাজ্যের সরকার যদি পাকিস্তান দলকে এভাবে স্বাগত জানানো হত, তাহলে বিজেপি (BJP) এই নিয়ে আপত্তি তুলত। ক্রিকেট এখন একটা বড় জুয়া খেলায় পরিণত হয়েছে।’

উল্লেখ্য, ১৯১ রানে অলআউট হয়ে দুরমুশ হয়েছে পাকিস্তান। অন্যদিকে, সহজ জয় পেয়েছে ভারত। শনিবারের ম্যাচে হেরে টানা আটবার হারের রেকর্ড করেছে পাকিস্তান।

তবে শিবসেনা নেতা এতটুকু বলেই ক্ষান্ত হননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) কটাক্ষ ছুড়ে দিয়েছেন এই সঞ্জয় রাউত। তিনি বলেন, ”ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, আপনি যদি টিম ইন্ডিয়াকে ক্রেডিট দিতেই চান, তাহলে আগে লাদাখ সীমান্তে চীনকে হারিয়ে দেখান। পাকিস্তানকে এখানে ডেকে এনে তাদের হারিয়ে দেওয়া এখন খুবই সহজ। এটা স্পষ্ট যে ম্যাচটি ফিক্সিং করা হয়েছিল। জলের মতো পরিষ্কার। ইন্ডিয়ার শক্তি পরীক্ষা করতে হলে আগে লাদাখ, লে এবং অরুণাচল প্রদেশ থেকে চীনকে (China) তাড়ান। তারপর আপনারা উদযাপন করুন।’

sanjay raut modi

উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপে টানা ম্যাচ জিতে আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছে ভারতের। উৎসবের মরসুমে ভারত যখন উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময় সঞ্জয় রাউতের এমন বিস্ফোরক দাবি সামনে আসতেই চর্চা শুরু হয়েছে।

Monojit

সম্পর্কিত খবর