বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রয়ত্ত ব্যাংক আইডিবিআই খুব শীঘ্রই হয়ত বিক্রি হয়ে যেতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক বিক্রির ব্যাপারে এই মাসেই নিতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কমিটি অক্টোবর মাসের শেষ সপ্তাহেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে আইডিবিআই ব্যাংককে বেসরকারিকরণ করতে চাইছে।
সরকার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রয়ত্ত এই ব্যাংকটিকে তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। সিদ্ধান্ত নেওয়া হয় বিক্রি করে দেওয়া হবে এই ব্যাংকের অধিকাংশ শেয়ার। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে বিলগ্নিকরণের মাধ্যমে এই বছর ৫১ হাজার কোটি টাকা ঘরে তোলা। আইডিবিআই ব্যাংক বিলগ্নীকরণ করে সরকারের কোষাগারে এই টাকার একটি বড় অংশ আসতে পারে।
আরোও পড়ুন : বন্ধ হয়ে যাচ্ছে সোনাঝুরি হাট! হঠাৎ পুজোর আগে ঘোষণা প্রশাসনের, কিন্তু কেন ?
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগ করা হয় ব্যাংকের শেয়ার মূল্য নির্ধারণ করার জন্য। এবার এই পর্ব মিটিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের পাশাপাশি সিএসবি ব্যাঙ্ক ও এমিরেটস এনবিডি ব্যাঙ্ক আগ্রহ প্রকাশ করে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার কেনার জন্য।
তবে শেষ পর্যন্ত সরকার কাদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেবে সেই বিষয়ে কিছু এখনো জানা যায়নি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির ৪৫.৪৮ শতাংশ শেয়ার এই মুহূর্তে হাতে রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সরকার এই ব্যাংকটির ৩০.৪৮ শতাংশ শেয়ার বিলগ্নিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। LIC-হাতে থাকা IDBI Bank-এর ৪৯.২৪ শতাংশ শেয়ারের ৩০.২৪ শতাংশ বিলগ্নীকরণ করবে তারা।