বাংলা হান্ট ডেস্ক: এবার চিনের (China) ঔদ্ধত্য দূর করতে বড় পরিকল্পনা তৈরি করেছে আমেরিকা (America)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পরিকল্পনার আওতায় আমেরিকা চিনে AI চিপ রপ্তানি বন্ধ করার চেষ্টা করছে। এই প্রচেষ্টায়, US আমেরিকান কোম্পানিগুলির জন্য একটি নতুন নিয়ম জারি করেছে। যার ফলে এবার মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি চিনকে AI চিপসেট সরবরাহ করতে পারবে না।
উল্লেখ্য যে, আমেরিকা দীর্ঘদিন ধরেই চিনের বিরুদ্ধে ভুল ব্যবসায়িক পদ্ধতি গ্রহণের অভিযোগ করে আসছিল। যদিও, চিন সেই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। এমন পরিস্থিতিতে চিনকে “উচিত শিক্ষা” দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা।
সমস্যায় পড়বে চিন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, AI বা Artificial Intelligence বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি। Nvidia-র মতো মার্কিন সংস্থাগুলি AI চিপসেট তৈরি করে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, US একটি নতুন নিয়ম সামনে এনেছে। যেখানে আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলিকে চিনে AI চিপসেট রপ্তানি না করার নিয়ম রয়েছে। উল্লেখ্য যে, এর আগেও আমেরিকা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে, এবার আমেরিকা সম্পূর্ণভাবে AI চিপসেট রপ্তানির বিষয়ে আরও কঠোর হচ্ছে।
আরও পড়ুন: চন্দ্রযান ৩-র প্রযুক্তি কিনতে চেয়েছিল NASA! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ISRO প্রধান
এমতাবস্থায়, নতুন এক্সপোর্ট কন্ট্রোল চিনের AI শিল্পকে কঠোরভাবে আঘাত করবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, এহেন নিষেধাজ্ঞা চিনা কোম্পানিগুলির জন্য ঝামেলাও বাড়াতে পারে। কারণ AI টেকনোলজি, সেলফ-ড্রাইভিং গাড়ির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। যার ফলে এই সেক্টরে চিনের দখল কমতে পারে।
আরও পড়ুন: ছিলেন স্কুল ড্রপআউট, অথচ আজ ইনিই ভারতের সবথেকে ধনী স্বর্ণ ব্যবসায়ী, তাঁর মোট সম্পদ চমকে দেবে
চিপসেটের ব্যাপক চাহিদা: জানিয়ে রাখি যে, বর্তমানে আমেরিকান চিপ নির্মাতারা AI চিপ ডিজাইনের ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে এবং বর্তমানে চিনা বাজারে তাদের একটি উচ্চ অংশীদারিত্ব রয়েছে। তবে, নতুন এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকান চিপস প্রস্তুতকারীদের জন্য চিনের কাছে পণ্য বিক্রি করা আরও কঠিন হয়ে উঠতে পারে।