বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ভেলকি? আজ তৃতীয়া। কলকাতা (Kolkata) সহ বিভিন্ন জায়গায় ঠাকুর দেখার ঢল নেমেছে। ওদিকে হঠাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, আগামী কিছুক্ষণের মধ্যে কলকাতা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে। ফের একবার বৃষ্টির ভ্রূকূটি পুজোর আগে? গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায়।
আজ ও বুধবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। যদিও আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে ক্ষীণ বৃষ্টি হতে পারে৷ তবে সেই সম্ভাবনা খুব কম। তাই চুটিয়ে দেখতে বাধা নেই।
আরও পড়ুন: পুজোর মুখে কাটল জট! অবশেষে আপার প্রাইমারিতে কাউন্সিলিং শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট
পুজোর সময় যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে মেঘ জমলেও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। যদিও নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।