বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই পঞ্চমী। তবে তা বোঝার উপায় নেই। সেই মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সকলে। উপচে পড়ছে ভীড়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে এখন থেকেই মাতোয়ারা বঙ্গবাসী। তবে এরই মধ্যে মাঝে-মধ্যেই কোথাও কোথাও দেখা দিচ্ছে বৃষ্টি। কাল পঞ্চমীর দিন কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। পাশাপাশি উত্তরবঙ্গেরও (North Bengal) বৃষ্টি হবে না। তবে দুই বঙ্গেই বেশ কিছু এলাকায় খানিক মেঘলা আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবার ওদিকে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, একই সাথে দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে, যার জেরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তবে অষ্টমী পর্যন্ত আকাশে মেঘ জমলেও ভারী বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস।অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নেই কাটবে পুজো। তাপমাত্রারও সেরকম হেরফের হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
আরও পড়ুন: বিচারপতি সিনহার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে জয় কুন্তলের! ‘নির্যাতন’ মামলায় বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
নবমী এবং দশমীতে কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়া অফিস সূত্রে খবর, এই দুদিন বৃষ্টি হতে পারে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।
ওদিকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং কালিম্পঙ, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এছাড়া উত্তরের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা রয়েছে। কালও আকাশে মেঘের আনাগোনা থাকবে।