বাংলা হান্ট ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর এবার সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। গান লিখলেন রাজ্যপাল (Governor)। তাও আবার বাংলায়। বুধবার কলাক্রান্তির উদ্বোধনে সেই গান গাইলেন শিল্পী শান্তনু রায়চৌধুরী। কলাক্রান্তি উপলক্ষে বাংলায় বেশ কয়েকটি গান লিখেছেন রাজ্যপাল আনন্দ বোস। তার মধ্যে প্রথম গানটি এই দিনের অনুষ্ঠানে গাইলেন শান্তনু রায়চৌধুরী। দ্বিতীয় গানটিতে কন্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।
শান্তনু রায়চৌধুরী যখন গান গাইছিলেন তখন মঞ্চের উপরেই বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিল্পীর কণ্ঠে সেই গান মুগ্ধ হয়ে শোনেন রাজ্যপাল। এরপর মিশন কলাক্রান্তি অনুষ্ঠানের সূচনায় বাংলাতেই বক্তব্য রাখেন তিনি। বলেন, ‘বাংলার ভাই ও বোনেরা আমি কলাক্রান্তির (Kalakranti) সূচনা করছি।’
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন, কবিতা লেখেন, আঁকেনও। এ বছরে তার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। তার মধ্যে কলকাতার অন্যতম বড় দুর্গাপুজোর সুরুচি সংঘের (Suruchi Sangha) থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও দিয়েছেন নিজেই। বেশ কয়েক বছর ধরেই পুজোর মরসুমে মুখ্যমন্ত্রীর (Chief Minister) গানের অ্যালবাম প্রকাশ হচ্ছে। এবার সেই পথেই হাঁটলেন বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। বাংলায় গান লিখে সকলকে তাক লাগিয়ে দিলেন রাজ্যপাল।
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের মতোই দুর্গাপুজোর মরসুমে রাজভবন থেকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দুর্গাভারত (Durga Bharat) সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো দুর্গাভারত সম্মান প্রদান করা হয়। পণ্ডিত অজয় চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় সম্মান। এছাড়াও গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকেও দুর্গাভারত পরম সম্মান দেওয়া হয়েছে। সাফল্যের জন্য ইসরো-কেও দুর্গাভারত পরম সম্মান দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও পেয়েছে এই সম্মান।