পোড়া শাড়ি দিয়ে তৈরি আস্ত একটা মণ্ডপ! এই প্যান্ডেলের নেপথ্যে রয়েছে চোখে জল আনা কাহিনী

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপূজো (Durga Puja) বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বিভিন্ন ভাবে এই পূজো হয় বহু জায়গায়। কোথাও পারিবারিক সংস্কারমূলক পুজো তো কোথাও থিম করে। বর্তমানে অবশ্য থিম পূজোর চলই বেশি। সেখানে নানান ধরনের উদ্ভাবনী শক্তির প্রকাশ পায়। কলকাতা নগরী সহ সারা রাজ্যই আলোতে রঙে ওঠেছে। কিন্তু পড়শী দেশ বাংলাদেশের (Bangladesh) পূজামণ্ডপে দেখে গিয়েছে এক বিশেষ থিম।

নারায়ণগঞ্জের সাহাপাড়া পূজামণ্ডপে এবার পোড়া শাড়ি দিয়ে সেজে ওঠেছে। আসলে হয়েছে কি, কিছুকাল আগে ঢাকা নগরীর বঙ্গবাজারে আগুন লেগে যায়। সেখানে বহু শাড়ি আগুনে পুড়ে যায়। আর সেই পুড়ে যাওয়া বিভিন্ন শাড়ি-কাপড় দিয়ে দুর্গাপূজার মণ্ডপ সাজানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে পূজা কমিটি জানায় যে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতেই এমন পদক্ষেপ নিয়েছেন তারা। এজন্য মোট খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। মণ্ডপ সাজিয়েছেন শিল্পী রোহান খান ফরহাদ এবং তার সহযোগীরা। মোট ৩০০ এরও বেশী শাড়ি ব্যবহার হয়েছে পূজামণ্ডপ তৈরীর জন্য।

আরও পড়ুন : ধর্ম-অধর্মের লড়াই তুলে ধরতে চান বিবেক! অন্য পথে হেঁটে তৈরি করছেন ‘মহাভারত’

নারায়ণগঞ্জের সাহাপাড়া পূজাপরিচালকরা এর আগেও সামাজিক ব্রতে ব্রতী হয়েছেন। আগেরবছর প্লাস্টিক পণ্যর জায়গায় পাটজাত বিভিন্ন সামগ্রীর ব্যবহার করে পূজামণ্ডপ তৈরীর জন্য। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি পরিতোষ সাহা বলেন, অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে এই বিশ্বাসে এ বছর নারায়ণগঞ্জে ২২৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব।

আরও পড়ুন : দীপা নয়, ভাইবউ উর্মিতে মজেছে সূর্য! সোশ্যাল পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

salo 1697813155

উল্লেখ্য, সনাতন হিন্দু ধর্মীয় উৎসবের সুরক্ষার বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সহ বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর