নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতেই প্রমাণ হয়ে গেল বড় ভুল করছিলেন রোহিত! সময়েই পেলেন শিক্ষা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নেমেছে শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand)। আর বিশ্বকাপের (2023 ODI World Cup) সেই ম্যাচের আগে টসে যেতে রোহিত শর্মা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বোলিং করতে নেমেও ভারতীয় দল প্রথমেই বড় ধাক্কা দিয়েছে কিউয়িদের। আর সেই ধাক্কা দেওয়ার কাজটা শামি (Md Shami) বা বুমরা নয়, কাজটা করেছেন সিরাজ (Md Siraj)।

এশিয়া কাপের ফাইনালে পর থেকে সিরাজকে খুব একটা ভালো ছন্দে দেখায়নি। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে উইকেট নিলেও তিনি অনেক রান দিয়েছেন। তবুও রোহিত শর্মা তার ওপর ভরসা রেখে গিয়েছেন এবং মহম্মদ শামির মত অভিজ্ঞ বোলারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন।

   

শেষপর্যন্ত তিনি হার্দিক পান্ডিয়ার মতন অলরাউন্ডারের চোটের কারণে তার অভাব পূরণ করতে শার্দূল ঠাকুরকে বাদ দিয়ে শামিকে দলে জায়গা দিতে বাধ্য হয়েছেন। আর এই বিষয়টাই যেন সিরাজের সাবধানতা আরও বাড়িয়ে দিয়েছে। চলতি বিশ্বকাপে নিজের প্রথম স্পেনে অনেকগুলি করে রান দিচ্ছিলেন এই ভারতীয় পেসার। কিন্তু এই ম্যাচে চিত্রটা বদলে গেল।

নিজের ৫ ওভারের প্রথম স্পেলে মাত্র ১৬ রান দেওয়ার পাশাপাশি ডেভন কনওয়ের মতো ভারতের মাটিতে খেলা অভিজ্ঞ কিউয়ি ক্রিকেটারকে ড্রেসিংরুমে ফিরিয়েছেন সিরাজ। হয়তো বিশ্বকাপের পরবর্তী অংশে শামি তার জায়গা নিয়ে নেবেন, এমন একটা ভয় তার মনেও কাজ করছিল।

আরও পড়ুন: ভারতের স্টেডিয়ামে বসে বলা যাবে না ‘পাকিস্তান জিন্দাবাদ’! এক পাক ভক্তকে নাকাল করলো পুলিশ, ভাইরাল ভিডিও

shami back team india

আর তার ভয়টা যে খুব একটা অমূলক নয় সেটাও প্রমাণিত হয়েছে। বিশ্বকাপে প্রথম বার মাঠে নেমে নিজের প্রথম বলেই ভালো কর্মে থাকা উইল ইয়ং-কে বোল্ড করে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে দিয়েছেন শামি। তাকে না খেলিয়ে যে রোহিত শর্মা বড় ভুল করছিলেন সেটা প্রমাণ হয়ে গিয়েছে। আশা করা যায় এরপর হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে ফিরলেও দলে মূলত তিন জেনুইন পেসারকে নিয়েই মাঠে নামবেন রোহিত যেখানে জায়গা পাবেন শামি এবং সিরাজ দুজনেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর