দলে ফিরেই পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন শামি! সিরাজ, বুমরা ৫ ম্যাচে যা করেননি, তা করলেন ১ ম্যাচেই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নেমেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসেও জিতেছেন। টসে জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্ত প্রথম দিকে সিরাজ, শামিদের (Md Shami) দাপটে একদমই সঠিক বলে মনে হচ্ছিল। কিন্তু প্রথম ১০ ওভারের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রাঁচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে লড়াইটা ভারতের কোর্টে নিয়ে আসেন অভিজ্ঞ ড্যারেল মিচেল। ১৯ রানে ২ উইকেট হারানো কিউয়িদের এদিন দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরিয়ে আনেন তিনি।

ভালো ব্যাটিং করেও নিজের শতরানটা হাতছাড়া করেন রাঁচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই তারকা ৮৭ বলে ছয়টি চার ও একটি ছক্কা সহ ৭৫ রানের একটি ইনিংস খেলে মহম্মদ শামির শিকার হন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নায়ক হয়েছিলেন মিচেল। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে হলেও কিছুটা সেই একই কাজ করলেন মিচেল। ১০০ বলে ৭ টি চার ও ৪ টি ছক্কা সহযোগে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। তবে ভারতের মধ্যম মানের ফিল্ডিং আজ দুই ক্রিকেটের কি একবার করে জীবনদান দিয়েছিল।

তবে রোহিত শর্মা আজ বেশ কিছুটা চাপে ছিলেন সেটা তার অধিনায়কত্ব দেখেই বোঝা গিয়েছে। চোটের জন্য দলে নেই হার্দিক পান্ডিয়া। অর্থাৎ প্রয়োজনে একজন পরিবর্ত বোলারের অপশন হাত থেকে কমেছে। তাতেই বেশ অপরিকল্পিত বোলিং করে ভারতীয় দল এবং ৯ থেকে ৩৩ তম ওভার অবধি কোনও উইকেটে হারায়নি নিউজিল্যান্ড যে বিষয়টি তাদের বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে।

আরও পড়ুন: ভারতের স্টেডিয়ামে বসে বলা যাবে না পাকিস্তান জিন্দাবাদ, এক পাক ভক্তকে নাকাল করলো পুলিশ, ভাইরাল ভিডিও

ভারতীয় দল অন্যান্য দিন মাঝের ওভারগুলিতে নিয়মিত উইকেট তুলে অস্ট্রেলিয়া পাকিস্তানের মতো প্রতিপক্ষদের বিপাকে ফেলেছে। কিন্তু আজ ওই সময়ের মধ্যে বেশিরভাগটাই দেখা দিয়েছে নিউজল্যান্ডের দাপট। কিন্তু ভারতকে ম্যাচের সম্পূর্ণভাবে ফিরিয়ে আনেন মহম্মদ শামি। শার্দূল ঠাকুরকে দলে রাখার জন্য তাকে দীর্ঘদিন ধরে সুযোগ দেওয়া হচ্ছিল না এশিয়া কাপে এবং বিশ্বকাপেও। কিন্তু তিনি যখন যখন সুযোগ পেয়েছেন, বল হাতেই জবাব দিয়েছেন নিজের সমালোচকদের।

shami's team india

শামি নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে প্রথম বলেই ড্রেসিংরুমে ফেরান ফর্মে থাকা ওপেনার উইল ইয়ং-কে। নিজের দ্বিতীয় স্পেলে অর্থাৎ মাঝের দিকে আক্রমণে এসে ভেঙে দেন রাঁচিন ও মিচেলের পার্টনারশিপ। ডেথ ওভারে এসেও তিনি দুরন্ত বোলিং করলেন এবং নিলেন ৩ উইকেট। নিজের ১০ ওভারে ৫৪ রান দিয়ে নিলেন ৫ টি উইকেট। দুই স্পিনার আজ কিছুটা ফিকে ছিলেন। কুলদীপ ২ উইকেট নিলেও ১০ ওভারে বিলিয়েছেন ৭৩ রান কিন্তু শামিকে যোগ্য সঙ্গ দেন বুমরা (১/৪৫) ও সিরাজ (১/৪৫)। শামি উইকেট তুলে গিয়েছেন এবং তারা নিয়ন্ত্রণ করেছেন রানের গতি। শেষপর্যন্ত মিচেলের ১২৭ বলে ১৩০ রানের অসাধারণ ইনিংসে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট রেখেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: রবীন্দ্র বনাম রবীন্দ্র যুদ্ধে ভারতকে হারালো নিউজিল্যান্ড! চাপে রোহিতের দল

এই বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা বেশ কিছুটা খারাপ হলেও তাদের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি প্রথম ফাস্ট বোলার হিসেবে চলতি বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছিলেন গত পরশু। সেই নিয়ে পাকিস্তান ভক্তরা ভারতকে কিছুটা ব্যঙ্গ করতে ছাড়েনি। বুমরা, সিরাজ নিয়মিত উইকেট পেলেও এক ম্যাচে ৫ উইকেট পাননি এখনো অবধি এই বিশ্বকাপে। শামির উপর কোনও এক অজ্ঞাত কারণে কিছুতেই যেন ভরসা করতে পারছিলেন না রোহিত। অলরাউন্ডার হার্দিক না থাকায় কিছুটা বাধ্য হয়েই আজ শার্দূলের জায়গায় তাকে সুযোগ দিয়েছিলেন হিটম্যান। কিন্তু আজকের ম্যাচে তার পারফরম্যান্স দেখার পর একটা কথা চোখ বুঝে বলা যায় যে হার্দিক পান্ডিয়া সুস্থ হলেও দল থেকে শামিকে আর ছেঁটে ফেলা হবে না

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর