সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিতে চলেছে PNB! উৎসবের মরশুমে বড় ঘোষণায় খুশি গ্রাহকরা

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বড় সুখবর দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ব্যাংক জানিয়েছে এবার থেকে কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকদের চার্জ দিতে হবে না RTGS, NEFT এবং IMPS-এর পরিষেবার জন্য। অর্থাৎ অনলাইনে গ্রাহকরা যদি টাকা ট্রান্সফার করেন তাহলে অতিরিক্ত চার্জ বহন করতে হবে না।

সমাজ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে PNB’র পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাংকের পক্ষ থেকে লেখা হয়েছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুখবর। এবার থেকে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা ইন্টারনেট ব্যাংকিং ও পিএনবি ওয়ান অ্যাপ এর মাধ্যমে RTGS, NEFT এবং IMPS করলে ব্যাংককে অতিরিক্ত চার্জ দিতে হবে না।

প্রসঙ্গত, দ্রুত টাকা ট্রান্সফার করার অন্যতম সেরা মাধ্যমগুলি হল RTGS, NEFT এবং IMPS। IMPS এর পুরো নাম ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসেস। ২৪*৭ আপনি এই মাধ্যমে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তৎক্ষণাৎ  ট্রান্সফার করতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ NPCI  দ্বারা পরিচালিত হয় এটি।

এছাড়াও অনলাইন ও অফলাইন মাধ্যমে RTGS, NEFT এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়। বর্তমানে খুব সহজে মোবাইলে ইউপিআই মাধ্যমে সহজেই টাকা ট্রান্সফার করা যায়।  ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) হল একটি তাত্ক্ষণিক রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম। ১১ এপ্রিল ২০১৬ সালে ভারতে ইউপিআই লঞ্চ করা হয়।

pnb

এরপর দ্রুত এই পেমেন্ট সিস্টেম জনপ্রিয়তা লাভ করে সবার মধ্যে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ায় ইউপিআই ভিত্তিক QR কোড পেমেন্ট ব্যবস্থা চালুর জন্য মউ স্বাক্ষরিত হয়েছে ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী লিকুইড গ্রুপ এবং NIPL-এর মধ্যে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর