‘মুসলিম নামের কলঙ্ক’! বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই ধর্ম টেনে কটাক্ষ নুসরতকে

বাংলা হান্ট ডেস্ক : অনেক স্বপ্নপূরণ করে, মা চলে গেলেন কোন সুদূরে। আবারও একটা বছরের প্রতীক্ষা। এক বছর পর ফের মা আসবেন। তবে যে কয়টা দিন মা থাকেন সেই কয়টা দিন বাঙালির আনন্দ দেখে কে? তারকারাও একইভাবে নিজেদের মনের মানুষের সাথে সময় কাটালেন। এই যেমন নুসরত জাহানও (Nusrat Jahan) মেতে উঠলেন যশকে নিয়ে। ডেবিউ ছবি ‘ইয়ারিয়া ২’ মুক্তি পেলেও যশ (Yash Dasgupta) কলকাতাতেই রইলেন।

দশমীর দিন নুসরতের পরনে ছিল লাল-সবুজ ভেলভেট পাড়ের শাড়ি‌। কানে ভারী বড় ঝুমকো। যদিও গলায় তিনি কিছু পরেননি তবে খোলা চুলে আর হালকা মেকআপে অপূর্ব সুন্দরী লাগছিল তাকে। নুসরত এইদিন আপাদমস্তক ট্রাডিশনাল সাজে ধরা দিলেও যশের পরনে ছিল পাশ্চাত্য পোশাক। ছাই রঙা ফুল স্লিভ টি-শার্ট এবং নীল জিন্সে যশও একদম হ্যান্ডসাম হাঙ্ক।

তবে এসব ছাড়াও যে বিষয়টায় সকলের চোখ আটকালো তা হল নায়িকার করা পোস্টে লেখা কথাগুলো। এইদিন নুসরত বলেন,’সুখের স্মৃতি রেখো মনে। মিশে থেকো আপনজনে। মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখো জ্বেলে। মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে।’ অন্যদিকে যশ লিখেছেন,‘বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন, তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানাই আর ছোটদের ভালবাসা।’

আরও পড়ুন : পুজো এলেও নেই রোশনাই! ঐন্দ্রিলাহীন শারদীয়া কেমন? মুখ খুললেন সব্যসাচি

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নুসরত বিয়ে করেন খ্যাতনামা ব্যবসায়ী নিখিল জৈনকে। যদিও কিছুদিনের মধ্যেই ফাটল দেখা যায় সেই সম্পর্কে। নুসরত নিজেই জানান যে, কোনও আইনি সই সাবুদ হয়নি তাই এই বিয়ে কোনও বিয়েই নয়। আর এরপরেই খবর মেলে যে, নুসরত নাকি গর্ভবতী। তারপর থেকেই যশ দাশগুপ্তের সঙ্গে সংসার পেতেছেন এই সাংসদ অভিনেত্রী। তিনি যে বেশ সুখেই আছেন সেকথা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই স্পষ্ট।

আরও পড়ুন : বিপদ বুঝে পাল্টি খেল বাবুউউর মা! পর্ণার বদলে এখন ঈশাকেই দিল‌ থ্রেট, ফাঁস জমজমাট পর্ব

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

 

তবে নেটিজেনদের একাংশ যে তার এই আচরণে খুশি নয় সেটাও বেশ ভালোই বোঝা যায়। এইদিন ইনস্টাগ্রামের পাতায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই ধেয়ে এল নেতিবাচক মন্তব্য। ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্যের শিকার হলেন বসিরহাটের তারকা সাংসদ। এক নেটিজন লিখেছেন, ‘মুসলিম হয়ে দু-বার হিন্দুকে বিয়ে করেছিস’, ইসলামের কলঙ্ক’। তো অপরজনের বক্তব্য, ‘মুসলিম নামের কলঙ্ক একটা’। তবে প্রশংসা যে একেবারেই নেই তেমনটাও নয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর